২ দিনে বক্স অফিসে কত আয় করল আমার বস?

Spread the love

শিবপ্রসাদ মুখোপাধ্যায়(Shibprasad Mukherjee) আর নন্দিতা রায়ের সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে ঠিক কতটা উৎসাহ কাজ করে, তা নিয়ে নতুন করে কিছু বলর নেই। তা সে প্রাক্তন হোক বা পোস্ত, তাঁরা বারেবারে প্রমাণ করেছেন যে, ভালো গল্প আর অভিনয় হলে, দর্শক এমনি দাঁড়াবে ‘বাংলা ছবির পিছনে’।

মা ছেলের রসায়ন ফুটে উঠেছে আমার বস সিনেমাতে। মা হলেন রাখি গুলজার, আর ছেলে শিবপ্রসাদ। কখনো ভালোবাসা, আবার কখনো চাপা রাগ, একাধিক ইমোশন ফুটে উঠেছে রাখি-শিবপ্রসাদের মধ্যে। ‘বই প্রকাশনা সংস্থা’র ‘বস’ হলেন অনিমেশ গোস্বামী (শিবপ্রসাদ), যিনি কিনা অফিসের একপ্রকার ত্রাস। তবে অনিমেশের অফিসেই একদিন হাজির হয়ে যান তাঁর মা শুভ্রা গোস্বামী (রাখি)। আর মা শুধু অফিসেই আসে না, খুলে ফেলে বয়স্কদের রাখার একটি ক্রেশ। যেখানে অফিসের কর্মীরাই তাঁদের বাড়ির লোককে নিয়ে আসে রাখতে পারে। এরপর মা-ছেলের মধ্যে আসল সমস্যা শুরু! এবারেও ছিমছাম পরিবারিক গল্পই শিবপ্রসাদ আর নন্দিতার ছবির বিষয়বস্তু।

ইতিমধ্যেই সমালোচকদের থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে আমার বস। কিন্তু প্রশ্ন হল, বক্স অফিসে কি পেয়েছে সাফল্য? এমনিতেই বারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির কারণে বেশ অশান্ত চারদিক। কলকাতায় সেভাবে ছপ না পড়লেও, অনেকেই ভিড়ভাট্টা এলাকা, বিনোদন এড়িয়ে চলছেন।

আমার বস-এর বক্স অফিস কালেকশন:

WBBO: West Bengal Box Office-এর একটি রিপোর্ট অনুসারে আমার বস শুক্রবার খাতা খোলে ১৯.৬৪ লাখ টাকা দিয়ে। আর শনিবার ৪০.২২ শতাংশ বাড়ে আয়। ঘরে ঢোকে ২৭.৫৪ লাখ টাকা। আর দু দিনে আমার বসের সংগ্রহ হল ৪০.১৮ লাখ।

ইতিমধ্যেই বুক মাই শো থেকে দেখা যাচ্ছে যে, আমার বসের রবিবারের প্রায় সব কটি শো-ই হাউজফুল। অনুমান করা যায়, রবিবার মাতৃ দিবসের দিন ২৫-৩০ লাখ কাছাকাছি হবে ছবির আয়। সেক্ষেত্রে প্রথম উইকেন্ডে ৭০ লাখ হয়ে যাবে আয়। সঙ্গে বেশিরভাগ স্কুলে গরমের ছুটি চালু হওয়ায়, উইকডেজেও আয় মন্দ হবে না। ১ সপ্তাহে ১ কোটি আয় করে, চমক দিতে পারে ‘আমার বস’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *