৩৭০০ কোটি বিনিয়োগ! দেশের ষষ্ঠ সেমিকন্ডাক্টার ইউনিটে ছাড়পত্র মন্ত্রিসভার

Spread the love

দেশ এবার পেতে চলেছে দেশের ষষ্ঠ সেমিকন্ডাক্টার নির্মাণকারী ইউনিট। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা এই সেমিকন্ডাক্টার ইউনিট নির্মাণে ছাড়পত্র দিয়ে দিয়েছে। জানা যাচ্ছে, ৩৭০০ কোটি টাকা বিনিয়োগে এই ইউনিট তৈরি হতে চলেছে যোগীগড় উত্তর প্রদেশের জেওয়ারে। প্রসঙ্গত, কিছুদিন আগেই উত্তর প্রদেশে ব্রাহ্মোস মিসাইল নির্মানের ইউনিট উদ্বোধন হয়েছে। এরপরই ওই রাজ্যে উৎপাদন ক্ষেত্রে আরও এক অধ্যায় যোগ করল এই সেমিকন্ডাক্টার ইউনিটের ঘোষণা।

জানা যাচ্ছে, প্রস্তাবিত এই সেমিকন্ডাক্টার প্ল্যান্টে যৌথ উদ্যোগে রয়েছে ফক্সকন ও এইচসিএল। তথ্য বলছে, এই উৎপাদন ইউনিটে তৈরি হবে ‘ডিসপ্লে ড্রাইভ চিপ’। যা ফোন, ল্যাপটপ, অটোমোবাইল, অন্যান্য ডিভাইসের ক্ষেত্রে কাজে লাগে। এই কথা জানিয়েছেন, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো। এদিন তিনিই কেন্দ্রের তরফে দিল্লিতে এই সেমিকন্ডাক্টার ইউনিট তৈরির কথা মিডিয়াকে জানিয়েছেন।

আশা করা হচ্ছে এই নয়া উৎপাদন ইউনিট উত্তর প্রদেশের বপকে কর্মসংস্থানে নতুন জোয়ার আনবে। কেন্দ্র বলছে, এই ইউনিট প্রতি মাসে ২০ হাজার ওয়েফার তৈরি করবে। এর পাশাপাশি এই ইউনিট ২০০০ কর্মসংস্থানও করবে বলে আশা করা হচ্ছে কেন্দ্রের তরফে।

এদিকে, এই তাবড় ঘোষণার পর প্রধানমন্ত্রী সহ কেন্দ্রকে ধন্যবাদ জানিয়ে একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় করেছেন নরেন্দ্র মোদী। তিনি এই উদ্যোগকে ‘আত্মনির্ভর ভারত’র প্রতি একটি উদ্যোগ বলে বর্ণনা করেছেন। তাঁর পোস্টে যোগী আদিত্যনাথ লিখেছেন,’ ভারত এখন সেমিকন্ডাক্টর উৎপাদনে বিশ্বব্যাপী নেতৃত্বের দিকে এগিয়ে যাচ্ছে এবং উত্তরপ্রদেশ উচ্চমানের ইলেকট্রনিক্স এবং সেমিকন্ডাক্টর উৎপাদনের কেন্দ্র হিসেবে আবির্ভূত হচ্ছে।’ তিনি জানিয়েছেন উত্তর প্রদেশের যমুনা অথরিটি রিজিয়ন-এ এই নয়া সেমিকন্ডাক্টার ইউনিট তৈরি হবে। জানা যাচ্ছে, উত্তর প্রদেশের জেওয়ারে বিমানবন্দরের কাছে এই ইউনিট তৈরি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *