৪০ কোটি টপকে গেল হাউজফুল ৫

Spread the love

বলিউড অভিনেতা অক্ষয় কুমার অভিনীত ‘হাউজফুল ৫’ ছবিটি প্রেক্ষাগৃহে দারুণ আয় দিয়ে সফর শুরু করেছে এবং সমালোচকরাও ছবিটির প্রশংসা করেছেন। তরুণ মনসুখানি পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, নার্গিস ফাখরি, অভিষেক বচ্চন, জ্যাকলিন ফার্নান্দেজ, রীতেশ দেশমুখ, সৌন্দর্য শর্মা, প্রমুখ। শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই ছবি মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী ৪০ কোটি টাকা আয় করেছে। চলচ্চিত্রটির উপার্জনের পরিসংখ্যান সচনিল্ক তার একটি প্রতিবেদনে ভাগ করেছে।

ভারতীয় বক্স অফিসের কথা বললে, শুক্রবার ছবিটির নেট সংগ্রহ ছিল ২৪ কোটি টাকা এবং এর মোট আয় ছিল ২৮ কোটি ৭৫ লাখ টাকা। ছবিটির বিদেশে সংগ্রহ হয়েছে ১২ কোটি টাকা, ফলে সবটা মিলিয়ে এখনও পর্যন্ত এই ছবির মোট আয় ৪০ কোটি ৭৫ লাখ টাকায় দাঁড়িয়ে আছে।

খিলাড়ি কুমারের ছবি মুক্তির কথা বললে, এই বছর তাঁর দুটি ছবি মুক্তি পেয়েছে। প্রথমটি ‘স্কাই ফোর্স’ এবং দ্বিতীয়টি ‘কেশরী চ্যাপ্টার-২’। মুক্তির দিন বক্স অফিসে ১৪ কোটি টাকা আয় করে ‘কেশরী-২’। চলতি বছর মুক্তি পাওয়া অক্ষয় কুমারের ছবির রেকর্ড ভেঙে দিয়েছে খোদ অভিনেতারই এই নতুন ছবি। শুধু তাই নয়, ‘হাউজফুল ৫’ -এর প্রথম দিনের বিশ্বব্যাপী আয় ২০২১ সালে অক্ষয় কুমারের সূর্যবংশীর (৩০ কোটি ৫০ লক্ষ) থেকেও বেশি। ছবিতে আরও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, ফারদিন খান, শ্রেয়াস তালপাড়ে, নানা পাটেকর, জ্যাকি শ্রফ, ডিনো মোরিয়া, চিত্রাঙ্গদা সিং, সোনম বাজওয়া, চাঙ্কি পান্ডে এবং জনি লিভার। ফলে মুক্তি পেতেই অক্ষয়ের এই ছবি যে তাঁর অন্যান্য একাধিক ছবির রেকর্ড ভেঙেছে সেটা বলাই যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *