৪৫০ জনের বেশি নিহতের দাবি মানবাধিকার সংস্থার

Spread the love

বৃহস্পতিবার দিবাগত রাতে ইসরাইলের হামলা শুরুর পর থেকে ইরানে এ পর্যন্ত ৪৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস ইন ইরান (এইচআরএএনএ)।নিহতদের মধ্যে ২২৪ জন বেসামরিক নাগরিক বলেও সংস্থাটি জানিয়েছে।

এছাড়া এ পর্যন্ত সামরিক বাহিনীর ১০৯ জন প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে সংস্থাটি। 

এদিকে ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার (১৬ জুন) রাত থেকে ইরানের হামলায় ইসরাইলে গুরুতর আহত ১৫৪ জনকে হাসপাতালে নেয়া হয়েছে।

শুক্রবার থেকে এ পর্যন্ত ইরানের হামলায় ২৪ জন নিহত হওয়ার তথ্য দিয়েছে ইসরায়েল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *