৫০ যাত্রী নিয়ে উধাও রাশিয়ার বিমান

Spread the love

আবারও বড় বিমান দুর্ঘটনার আশঙ্কা। প্রায় ৫০ জন যাত্রী নিয়ে আকাশে ওড়ার পরই নিখোঁজ হয়ে গেল রাশিয়ার একটি বিমান। এমনটাই দাবি করেছে রয়টার্স।রাশিয়ার বিমান পরিবহন নিয়ন্ত্রণ সংস্থা জানিয়েছে, আঙ্গারা এয়ারলাইন্স পরিচালিত বিমানটি চিন সীমান্তবর্তী আমুর অঞ্চলের টিন্ডা শহরের দিকে যাচ্ছিল।

ইন্টারফ্যাক্স এবং শট সংবাদমাধ্যমের উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার (২৪ জুলাই) রাশিয়ার সুদূর পূর্বে প্রায় ৫০ জন যাত্রীবাহী একটি এএন-২৪ বিমানের সঙ্গে রাশিয়ার বিমান পরিবহন নিয়ন্ত্রণকারীদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। শট জানায়, আঙ্গারা এয়ারলাইন্স পরিচালিত বিমানটি চিন সীমান্তবর্তী আমুর অঞ্চলের টিন্ডা শহরের দিকে যাচ্ছিল এবং যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সময় গন্তব্যস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে ছিল বলে ধারণা করা হচ্ছে।

এই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত গোটা এলাকা। তারমধ্যেই রুশ বিমান নিখোঁজের খবরে শোরগোল পড়ে গিয়েছে। এর নেপথ্যে ইউক্রেনের হাত রয়েছে কিনা, তা নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেনি রুশ প্রশাসন। এই মুহূর্তে বিমানটির খোঁজে তারা যুদ্ধকালীন তৎপরতায় তল্লাশি চালাচ্ছে। চলতি মাসেই রাশিয়ার সুদূর প্রাচ্যের খবরোভস্ক অঞ্চলে একটি এমআই-৮ হেলিকপ্টার ভেঙে পড়ে। রুশ জরুরি অবস্থা বিষয়ক মন্ত্রককে উদ্ধৃত করে তাস জানায়, হেলিকপ্টারটিতে থাকা পাঁচ যাত্রীর সবাই নিহত হয়েছেন। চুমিকান গ্রামে মেরামত শেষে ওখোটস্ক হয়ে মাগাদানের ঘাঁটিতে ফেরার সময় হেলিকপ্টারটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। পরিবহন তদন্তকারীদের মতে, নিখোঁজের তিন দিন পরে ওখোটস্কের ১৩০ কিলোমিটার (৮১ মাইল) উত্তর-পূর্বে একটি পাহাড়ের ধারে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষটি খুঁজে পান তারা।প্রাথমিকভাবে ধারণা করা হয়, ওড়ার সময় পাহাড়ের সঙ্গে ধাক্কা লাগে হেলিকপ্টারটির, এরপরই সেটি ভেঙে হয়। তবে বিস্তারিত তথ্য পেতে ফৌজদারি তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *