‘৫০ লাখ টাকা দিন’ কলকাতার ব্যবসায়ীকে ‘মাওবাদী’ চিঠি

Spread the love

একেবারে খাস কলকাতায় স্বর্ণ ব্যবসায়ীকে মাওবাদীদের নাম করে বিপুল অর্থ দাবি করে চিঠি দেওয়া হয়েছে। বড়বাজার থানায় এনিয়ে অভিযোগ জানিয়েছেন ওই স্বর্ণ ব্যবসায়ী। পুলিশ ইতিমধ্যেই তাঁকে আশ্বস্ত করেছে।

সূত্রের খবর, ৫০ লাখ টাকা তোলা চেয়ে ওই স্বর্ণ ব্যবসায়ীকে চিঠি দেওয়া হয়। তবে বাস্তবে এই চিঠির পেছনে বাস্তবে কোনও মাওবাদীর হাত রয়েছে নাকি পুরোটাই ভুয়ো। স্রেফ তোলা আদায়ের জন্য এই পথ নেওয়া হয়েছে কি না তা পুলিশ খতিয়ে দেখছে।

এদিকে ওই চিঠিতে সমীর মণ্ডল নামে এক ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। বাংলায় টাইপ করে ওই চিঠি পাঠানো হয়েছে। সেখানে গুপীকান্ত নামে এক ব্যক্তির নামও লেখা হয়েছে। প্রথমে বাগচি শব্দটি লিখে তারপর তা কেটে ব্যানার্জি লেখা হয়। তিনি উত্তর ২৪ পরগনার দেগঙ্গা থানার হাদিপুর কলোনিতে থাকেন বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে।

ইতিমধ্যেই ওই স্বর্ণব্যবসায়ী বড়বাজার থানায় গোটা বিষয়টি জানিয়েছেন। পুলিশ তদন্তে নেমেছে। এদিকে চিঠিতে লেখা হয়েছে ৫০ লাখ টাকা দেওয়া না হলে ব্যবস্থা নিতে বাধ্য় হব। এমনকী ওই ব্যবসায়ী যাতে পুলিশের কাছে না যান তা নিয়েও হুমকি দেওয়া হয়েছে। তবে ওই ব্যবসায়ী গোটা ঘটনাটি পুলিশকে জানিয়েছেন।

বারাসত থেকে ওই চিঠি পাঠানো হয়েছে বলে খবর। কিন্তু বাস্তবে এর পেছনে মাওবাদীরা রয়েছে নাকি অন্য রহস্য? বড়বাজারের ওল্ড চায়না বাজার স্ট্রিটের রাম রহিম মার্কেটের চারতলায় ওই ব্যবসায়ীর প্রতিষ্ঠান রয়েছে। মাওবাদী তহবিলকে আরও শক্তপোক্ত করার জন্য় এই অর্থের প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

গুপীকান্ত ওরফে মুকুল বলে এক ব্যক্তির কাছে এই টাকা পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে। তবে এর আগে জঙ্গলমহলে এই ধরনের হুমকি চিঠির কথা জানা যেত। এবার একেবারে কলকাতার ব্যবসায়ীকে হুমকি চিঠি। সেটাও আবার মাওবাদীদের নামে।

এদিকে ইতিমধ্যেই মাওবাদী দমনে একের পর এক সফল পদক্ষেপ নিয়েছে বাহিনী। একের পর এক মাও নেতাকে নিকেশ করেছে বাহিনী। তার মধ্য়ে এবার একেবারে কলকাতার ব্যবসায়ীর কাছে এল এই চিঠি। কে বা কারা রয়েছে এর পেছনে সেটা দেখা হচ্ছে। তবে পুলিশ ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত করে দেখছে। কে বা কার এর পেছনে রয়েছে সেটা পুলিশ খতিয়ে দেখার চেষ্টা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *