৫ জনকে খুন করলে ৫০০ জনকে জেলে ভরব: শুভেন্দু

Spread the love

অনুব্রত মণ্ডলের কুকথার প্রতিবাদ করতে বোলপুরে গিয়ে দলের নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করার চেষ্টা করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সোমবার সন্ধ্যায় বোলপুর চৌমাথায় দাঁড়িয়ে বোঝালেন, দলীয় কর্মীদের পাশে আছে দল। এমনকী ২০২১ সালের ভোট পরবর্তী হিংসার মতো পরিস্থিতি আর হবে না বলে দলীয় কর্মীদের আশ্বস্ত করেন তিনি।

শুভেন্দুবাবু বলেন, ‘একুশ আর হবে না। লোকসভা ভোটের পর কিছু করেছে? করতে দিয়েছি আমরা? ভরসা রাখুন, ২১ অতীত। যা অত্যাচার করেছে আর করতে দেব না। ভরসা রাখুন নরেন্দ্র মোদীজির ওপর। সদাইপুরের ঘটনায় যাদের জামিন হয়েছিল তাদের জামিন সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গিয়েছে। ৫ জনকে খুন করলে ৫০০ জনকে জেল খাটাব।’

তিনি বলেন, ‘যদি কেউ জেলে যান তার পরিবারকে দেখবে দল। তাকে জেল থেকে বার করার ব্যবস্থা করবে দল। আর জেলের গেট থেকে তাকে মালা পরিয়ে নিয়ে আসা হবে।’

তিনি বলেন, ‘আমি নির্বাচন কমিশনকে বলেছি ২ মাস এই পুলিশকে বাক্সে ভরে দিন। এই জেহাদিদের সায়েস্তা করে কী ভাবে ভোট করাতে হয় দেখিয়ে দেব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *