৫ দিনে কত আয় করল মিস্টার পারফেকশনিস্টের ‘সিতারে জমিন পর’?

Spread the love

২১ জুন মুক্তি পেয়েছে ‘সিতারে জমিন পর’। আর মুক্তির পর থেকেই বক্স অফিসে জমিয়ে ব্যবসা করছে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের এই ছবি। ছবিতে একজন রাগী আবার নরম মনের বাস্কেটবল কোচ হিসাবে দেখা গিয়েছে আমির খানকে যিনি কিনা নিউরোডাইভারজেন্ট বাচ্চাদের একটি দলকে প্রশিক্ষণ দেন। আবেগঘন এই গল্প দর্শকদের হৃদয় ছুঁয়ে যাচ্ছে।

সচনিল্কের তরফে দেওয়া তথ্য বলছে মাত্র ৫ দিনেই দেশীয় বক্স অফিসে ছবিটি ৭৫ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ‘সিতারে জমিন পর’ । চলুন দেখে নি ছবি ৫দিনের বক্স অফিস কালেকশন…।

মুক্তির প্রথম দিনে দেশিয় বক্স অফিলে ১০.৭ কোটি টাকার আয় করে ‘সিতারে জমিন পর’। তারপর সপ্তাহান্তে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই ছবির আয় দর্শনীয় ভাবেই দ্বিগুণ হয়। শনিবার ২০.২ কোটি, রবিবার ২৭.২৫ কোটি এবং সোমবার কিছুটা ধীরগতিতে হলেও ৮.৫ মিলিয়ন আয় করে ফেলে ছবিটি। আর ২৪ জুন মঙ্গলবার ছবিটি আয় করেছে ৮.৫ কোটি টাকা। অর্থাৎ সামগ্রিকভাবে, এখনও পর্যন্ত আমিরের এই ছবির আয় দাঁড়িয়েছেন প্রায় ৭৫.১৫ কোটি টাকা। বাণিজ্য বিশ্লেষকরা আশা করছেন এই ছবিসপ্তাহের শেষে শুধুমাত্র দেশিয় বক্স অফিসেই ৯০ কোটির গণ্ডি ছাড়িয়ে যাবে।

এই ছবি বক্স অফিসে পা রাখার সঙ্গে সঙ্গেই দর্শকদের আবেগকে জয় করে নিয়েছে। আর ছবিতে অভিনেতাদের পারফরম্যান্সের কথা বলে আমির খান আবারও একবার প্রমাণ করেছেন যে তিনি কেন মিস্টার পারফেকশনিস্ট। রাগ, ভালোবাসা আর কমিক টাইমিং সুন্দরভাবে মিশিয়ে দিয়েছেন নিজের চরিত্রে। এছাড়াও ছবিতে অনেক নতুন মুখের আবির্ভাব ঘটে, যারা তাদের আসল অভিনয় দিয়ে মন জয় করে নিয়েছেন। পরিচালক প্রসন্ন একটি গম্ভীর বিষয় এত সুন্দর এবং হৃদয়গ্রাহী দেখিয়েছেন যে চোখ আর্দ্র হয়ে যায় কিন্তু মুখ হাসতে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *