ইতালীয় শিল্পী মাউরিজিও ক্যাটেলানের শিল্পকর্ম- দেয়ালে টেপ লাগানো একটি তাজা কলা, ফ্রান্সের একটি গ্যালারিতে আসা একজন দর্শনার্থী খেয়ে ফেলেছেন বলে জানা গেছে।মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, সম্প্রতি প্রকাশিত গ্যালারির এক বিবৃতি অনুসারে, ‘কমেডিয়ান’ শিরোনামের ওই কলাটি গত ১২ জুলাই পূর্ব ফ্রান্সের সেন্টার-পম্পিডু মেটজে আসা একজন দর্শনার্থী খেয়ে ফেলেন।
গ্যালারির দেয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘নিরাপত্তা দল অভ্যন্তরীণ পদ্ধতি অনুসরণ করে দ্রুত এবং শান্তভাবে এ ঘটনার প্রতিক্রিয়া জানায়। কয়েক মিনিট পরে (কলা খেয়ে ফেলার) শিল্পকর্মটি পুনরায় বসানো হয়। কলা একটি পচনশীল উপাদান, যা ক্যাটেলানের নির্দেশ অনুসারে নিয়মিতভাবে প্রতিস্থাপন করা হয়।’
যদিও এ ঘটনায় গ্যালারি কর্তৃপক্ষ পুলিশে কোনো অভিযোগ দায়ের করেনি।
বিবৃতিতে বলা হয়েছে, ‘কমেডিয়ান’-এর উদ্দেশ্য হলো ‘আর্থিক জল্পনা-কল্পনার অযৌক্তিকতা এবং শিল্প বাজারের ভিত্তি স্থাপনকারী জ্ঞান ব্যবস্থার ভঙ্গুরতা’ প্রদর্শন করা।

তবে এই শিল্পকর্মটি খাওয়ার ঘটনা এটিই প্রথম নয়।
২০১৯ সালে ক্যাটেলান যখন ফ্লোরিডার আর্ট বাসেল মিয়ামি আর্ট ফেয়ারে ‘কমেডিয়ান’ উন্মোচন করেন, তখন পারফরম্যান্স শিল্পী ডেভিড দাতুনা দেয়াল থেকে কলাটি তুলে আনেন এবং শত শত দর্শনার্থীর সামনেই খোসা ছাড়িয়ে খেয়ে ফেলেন।
সিএনএন জানায়, এটি শিল্প জগতের ‘সবচেয়ে ভাইরাল’ মুহূর্তগুলোর মধ্যে একটি হয়ে ওঠে এবং মেলায় সেটি ১ লাখ ২০ হাজার ডলারে বিক্রি হয়।
এরপর ২০২৩ সালে, দক্ষিণ কোরিয়ার সিউলের লিউম মিউজিয়াম অব আর্টের একটি দেয়াল থেকে কলাটি তুলে নিয়ে তা খেয়ে ফেলে এক শিল্পকলার ছাত্র। ২০২৪ সালের নভেম্বরে জাস্টিন সান নামে একজন চীনা সংগ্রাহক এবং একটি ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা, নিলামে ৬.২৪ মিলিয়ন ডলারে ‘কমেডিয়ান’ কিনে নেন — পরে সেটি খেয়ে ফেলেন তিনি।
সেন্টার-পম্পিডু মেটজ বিবৃতিতে বলেছে, ‘এখন পর্যন্ত, এটি সম্ভবত গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে বেশি খাওয়া শিল্পকর্ম।’