৭টি দ্বিশতরান থেকে ক্যাপ্টেন হিসেবে টানা ৯টি সিরিজ জয়

Spread the love

কানাঘুষো চলছিল গত কয়েকদিন ধরেই। শেষমেশ যাবতীয় জল্পনায় জল ঢেলে দেন বিরাট কোহলি। সোমবার সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি জারি করে কোহলি জানিয়ে দেন, দেশের হয়ে আর টেস্ট খেলবেন না তিনি। উল্লেখ্য, ক’দিন আগেই টেস্ট থেকে অবসরের কথা জানিয়ে দিয়েছেন রোহিত শর্মা। এবার কোহলিও একই পথে হাঁটলেন। ফলে শেষ হয় ভারতের অত্যন্ত উজ্জ্বল এক টেস্ট অধ্যায়।

বর্ণোজ্জ্বল টেস্ট কেরিয়ারে বিরাট কোহলি অসংখ্য ব্যক্তিগত নজির গড়েছেন। বিদায় বেলার কোহলির এমনই এক ডজন উল্লেখযোগ্য ব্যক্তিগত রেকর্ডে চোখ রাখা যাক।

কোহলির এক ডজন টেস্ট রেকর্ড

১. ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সব থেকে বেশিবার এক ক্যালেন্ডার বর্ষে সর্বাধিক টেস্ট রান করেন বিরাট (২০১২, ২০১৫, ২০১৬, ২০১৮ ও ২০২৩)।

২. ভারত অধিনায়ক হিসেবে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলেন কোহলি। ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অপরাজিত ২৫৪ রান করেন বিরাট।

৩. ভারতের ক্যাপ্টেন হিসেবে টেস্টে সব থেকে বেশি ২০টি সেঞ্চুরি করেন বিরাট কোহলি। টেস্টে নেতৃত্ব দিতে নেমে আর কোনও ভারতীয় ক্রিকেটার এতগুলি সেঞ্চুরি করেননি।

৪. ভারত অধিনায়ক হিসেবে টেস্টে সব থেকে বেশি রান সংগ্রহ করেন কোহলি। তিনি ভারতীয় দলকে নেতৃত্ব দিতে নেমে টেস্টে সাকুল্যে ৫৮৬৪ রান সংগ্রহ করেন।

৫. টেস্টে ভারতীয়দের মধ্যে সব থেকে বেশি ডাবল সেঞ্চুরি করেছেন কোহলি। টেস্ট ক্রিকেটে কোহলির ঝুলিতে রয়েছে ৭টি দ্বিশতরান।

৬. ক্যাপ্টেন হিসেবে টেস্টে সব থেকে বেশি দ্বিশতরান করেছেন বিরাট কোহলি। তিনি দেশকে নেতৃত্ব দিতে নেমে টেস্টে মোট ৬টি ডাবল সেঞ্চুরি করেন।

৭. ভারতের টেস্ট ক্যাপ্টেন হিসেবে সব থেকে বেশি ম্যাচ জয়ের রেকর্ড রয়েছে কোহলির দখলে। বিরাটের নেতৃত্বে ভারতীয় দল মোট ৪০টি টেস্টে জয় তুলে নেয়।

৮. টেস্টে টানা চারটি সিরিজে ডাবল সেঞ্চুরি করার বিরল রেকর্ড রয়েছে বিরাট কোহলির দখলে।

৯. ভারতীয় ব্যাটারদের মধ্যে আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে সর্বোচ্চ রেটিং পয়েন্টে পৌঁছন বিরাট। তিনি ২০১৮ সালে ৯৩৭ রেটিং পয়েন্টে পৌঁছেছিলেন।

১০. এশিয়ার প্রথম ক্যাপ্টেন হিসেবে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জয়ের রেকর্ড গড়েন বিরাট কোহলি (২০১৮-১৯)।

১১. ক্যাপ্টেন হিসেবে একটানা সব থেকে বেশি ৯টি টেস্ট সিরিজ জয়ের বিরল রেকর্ড রয়েছে বিরাট কোহলির দখলে।

১২. ভারতীয় ব্যাটারদের মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে সব থেকে বেশি ৭টি টেস্ট সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *