৭৩৪০ দিয়ে শুরু ভারতীয় হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করছে পাকিস্তানি ইন্টেল

Spread the love

নতুন করে সংঘাতের শুরুটা হয়েছিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে ২৬ জন নিরস্ত্রকে জঙ্গিদের গুলি করা হত্যা করা দিয়ে। ঘটনার শোক বুকে দিয়ে দিল্লি জানিয়েছিল,জঙ্গিদের ‘বেঁচে বর্তে থাকা জমিও মাটিতে মিশিয়ে দেওয়া হবে’। ৭ মের রাতে ভারত, পাকিস্তানের বিরুদ্ধে শুরু করে ‘অপারেশন সিঁদুর’। পাকিস্তানের বাহাওয়ালপুর থেকে শুরু করে একাধিক জঙ্গি ঘাঁটি মাটিতে মিশিয়ে দেয় ভারতীয় সেনা। এরপরই পাকিস্তানি গুপ্তচরদের কীর্তিকাণ্ড শুরু হয়।

সদ্য ভারতীয় সেনা এক হোয়াটস্যাপ নম্বর নিয়ে সতর্ক করেছে। প্রতিরক্ষা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল সুনীল বর্টওয়াল সোমবার বলেছেন যে, পাকিস্তানি গুপ্তচররা অপারেশন সিঁদুর সম্পর্কে ভিতরের খবর পেতে একটি ভারতীয় হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করছে। উল্লেখ্য, এই নম্বর থেকে বহু সাংবাদিকের কাছে তথ্যের খোঁজ খবর চাওয়া হয়েছে। 7340921702, এই ফোন নম্বরটি নিয়ে সতর্ক করেছে প্রতিরক্ষামন্ত্রক। এটি ভারতীয় নম্বর। তবে তা নিয়ে পাকিস্তান নেমেছে ঘৃণ্য খেলায়। জানা যাচ্ছে, অপারেশন সিঁদুর সম্পর্কে তথ্য হাতাতে এই নম্বরের ছাতার তলায় আশ্রয় নিয়েছে পাকিস্তানি গুপ্তচররা। জানানো হয়েছে, পাকিস্তানি গুপ্তচর অপারেটিভরা এই নম্বর ব্যবহার করছে। আর তারা ভারতের প্রতিরক্ষা কর্মচারী হিসাবে নিজেকে পেশ করছেন। তা করেই বহু নাগরিক ও সাংবাদিকের কাছে জানতে চাইছেন যে, ‘অপারেশন সিঁদুর’ সম্পর্কে কোনও তথ্য রয়েছে কি না।

পাকিস্তানের এই নোংরা ফাঁদে যাতে দেশের সাধারণ মানুষ না পড়েন, তার জন্য সেনা সতর্ক করছে। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে,’ “অপারেশন সিঁদুর” চলাকালীন চলমান পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য সাংবাদিক এবং বেসামরিক নাগরিকদের ফোন করার জন্য পাকিস্তানি গোয়েন্দা সংস্থা (PIO) ভারতীয় হোয়াটসঅ্যাপ নম্বর: 7340921702 ব্যবহার করছে।’ প্রসঙ্গত, ভারত সোমবার স্পষ্ট করে দিয়েছে যে, পাকিস্তানের সেনার সঙ্গে কোনও সংঘাত নেই ভারতের, সংঘাত পাকিস্তানের জঙ্গিদের সঙ্গে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *