৭ মাস বাড়িতে আটকে রেখে ধর্ষণের অভিযোগ

Spread the love

একদিকে জনপ্রিয় অভিনেত্রী নুসরত ফারিয়া সদ্য জামিনে মুক্ত হয়েছেন। এরই মাঝে জানা যাচ্ছে, বাংলাদেশের সঙ্গীতশিল্পী মইনুল আহসান নোবেলের গ্রেফতারের খবর। যদিও নোবেলকে গ্রেফতার করা হয়েছে সম্পূর্ণ পৃথক একটি মামলায়। জানা যাচ্ছে, নারী নির্যাতন মামলায় সোমবার রাতে (১৯ মে) রাতে সঙ্গীতশিল্পী নোবেলকে গ্রেফতার করেছে বাংলাদেশের ডেমরা থানার পুলিশ। ১ মহিলাকে ৭ মাস বাড়িতে আটকে রেখে ধর্ষণের অভিযোগ রয়েছে নোবেলের বিরুদ্ধে।

ডেমরা থানার ভারপ্রাপ্ত ওসি মাহমুদুর রহমান বাংলাদেশের সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নোবেল এক মহিলাকে গত সাত মাস একটি বাড়িতে আটকে রেখে ধর্ষণ ও নির্যাতন করছিলেন। বাংলাদেশের জাতীয় জরুরী সেবা নম্বর ‘৯৯৯’ নম্বরে ফোন পেয়ে সোমবার রাতেই নোবেলের বাড়ি থেকে ওই মহিলাকে উদ্ধার করে পুলিশ। ওইদিনই গায়কের বিরুদ্ধে মামলা করে ওই মহিলা। তারপর নোবেলকেও গ্রেফতার করা হয়।

বাংলাদেশের পুলিশ সেদেশের সংবাদমাধ্যমকে জানিয়েছে, গত নভেম্বরে ইডেন কলেজের এক ছাত্রীকে গুলশানে দেখা করতে বলে ডেকে পাঠায় নোবেল। তাঁকে বিয়ের প্রলোভন দেখানো হয়। পরে সাত মাস ডেমরার এক বাড়িতে আটকে রেখে ওই ছাত্রীকে নোবেল নির্যাতন ও ধর্ষণ করেন বলে অভিযোগ। এসব ঘটনা নিজের মোবাইলে ভিডিও করেন গায়ক। আর সেই ভিডিও দিয়েই ছাত্রীকে তিনি ‘ব্ল্যাকমেল’ করছিলেন বলে অভিযোগ।

এদিকে বাংলাদেশ পুলিশের জানিয়েছে, ঘটনার পর নোবেল দেশের বাইরে পালানোর পরিকল্পনাও করে ফেলেছিল। তবে তার আগেই তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে নারী নির্যাতন, ধর্ষণ, পর্ণোগ্রাফি আইন সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে।

এদিকে গত ৮ মাস আগেই নেশামুক্তি কেন্দ্র থেকে ছাড়া পেয়েছিলেন মইনুল আহসান নোবেল। সেসময় তিনি নিজের একাধিক কাজে অনুতপ্ত বলেও জানিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *