৮০ ভরি সোনা,৭০ লক্ষ টাকার ভলভো গাড়ি দিয়েও পণের চাহিদা মেটানো গেল না শ্বশুরবাড়ির লোকেদের। ২৭ বছরের মেয়ের অডিও বার্তা,বাবা,মা তোমরাই আমার পৃথিবী। গত এপ্রিল মাসে রিধান্যার সাথে বিয়ে হয় বছর ২৮ এর কবিন কুমারের।তারা তামিলনাড়ুর তিরুপ্পুরের বাসিন্দা। বিয়েতে প্রচুর সোনা,দামী গাড়ি, টাকা সবই দিয়েছিল মেয়ের বাবা।তবুও চাহিদা মেটেনি স্বামীর।আরও জিনিস,টাকা দিতে হবে।এই কটা মাসে রিধান্যার উপর শারিরীক ও মানসিক নির্যাতন বেড়েই চলেছিল স্বামী ও শ্বশুরবাড়ির।অবশেষে সহ্য করতে না পেরে কীটনাশক খেয়ে আত্মহত্যা করলেন রিধান্যা।নতুন সংসার করার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল যুবতীর।এই ঘটনায় গ্রেফতার হয় স্বামী,শ্বশুর ও শাশুড়ি। রিধান্যা তার বাবাকে একটি অডিও ম্যাসেজ পাঠান সেখানে তিনি বলেন,‘‘রোজ এই মানসিক নির্যাতন নিতে পারছি না। কাকে বলব এ সব, জানি না। কেউ বুঝতে পারেনি। আমার চারপাশে সকলে অভিনয় করে চলেছে। কেন চুপ রয়েছি, বুঝতে পারছি না।’’ এর পরে তিনি আরও বলেন, ‘‘সারা জীবন তোমার উপর বোঝা হয়ে থাকতে চাই না। এই জীবন চাই না।’’
