৯০ মিনিটের ‘দর্শকশূন্য’ বিতর্কে মুখোমুখি হচ্ছেন কমালা-ট্রাম্প

Spread the love

প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে কামালা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের প্রথম বিতর্ক নিয়ে সরগরম মার্কিন রাজনীতি। এবিসি নিউজ জানিয়েছে, এই বিতর্কে কোনো দর্শক থাকবে না। একইসঙ্গে একজন কথা বলার সময় অপরজনের মাইক্রোফোন বন্ধ রাখা হবে।

আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। যুক্তরাষ্ট্রজুড়ে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন দুই দলের মনোনীত প্রার্থী। চলতি মাসেই প্রথমবারের মতো মুখোমুখি বিতর্কে অংশ নিচ্ছেন ডেমোক্র্যাট কমালা হ্যারিস ও রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। 

আগামী ১০ সেপ্টেম্বর তাদের এই বিতর্ক সরাসরি সম্প্রচার করবে মার্কিন গণমাধ্যম এবিসি নিউজ।

আগামী মঙ্গলবার ফিলাডেলফিয়ার ন্যাশনাল কন্সটিটিউসন সেন্টারে স্থানীয় সময় রাত ৯টায় এই বিতর্ক শুরু হবে। এরইমধ্যে ওই বিতর্কের কয়েকটি নিয়ম জানিয়েছে এবিসি নিউজ। তারা জানায়, ট্রাম্প-কামালার বিতর্কের সময় কোনো দর্শক সেখানে থাকবে না। একজন কথা বলার সময় অপরজনের মাইক্রোফোন বন্ধ রাখা হবে। ৯০ মিনিটের বিতর্কে বিজ্ঞাপন বিরতি থাকবে দুইবার। 


এবিসি ছাড়াও অন্যান্য নেটওয়ার্কেও সরাসরি সম্প্রচার হবে এই বিতর্ক অনুষ্ঠান।

এবিসির নিয়ম নিয়ে নিজের সম্মতি জানিয়েছেন ডেমোক্রেট প্রার্থী কামালা হ্যারিস। নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের একটি জনসভায় নির্বাচনে বিজয়ী হলে, নিজের প্রথম মেয়াদে আড়াই কোটি ক্ষুদ্র ব্যবসার সুযোগ সৃষ্টির লক্ষ্য নির্ধারণের কথা জানান বর্তমান ভাইস প্রেসিডেন্ট। 

তবে, মাইক্রোফোন বন্ধ রাখার সিদ্ধান্তের বিপক্ষে শুরুতে নিজের মত জানালেও পরে সম্মতি দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও, এবিসি নেটওয়ার্কের তীব্র সমালোচনা করেছেন তিনি। বলেছেন, তাদের মতো আর একটাও ‘অসৎ’ গণমাধ্যম নেই। 



এদিকে, নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে একের পর এক জনমত জরিপ বের হচ্ছে। বুধবার নতুন এক জরিপের ফল বলছে, ডেমোক্রেটদের জাতীয় সম্মেলনের পর কামালার জনপ্রিয়তা ৩ দশমিক ১ শতাংশ বেড়েছে। বর্তমানে কামালার জনপ্রিয়তা ৪৮ শতাংশ আর ট্রাম্পের ৪৩ শতাংশ। 

যদিও এসব জরিপের প্রতি আস্থা নেই বলে জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *