13-Year-Old Ayan Hits Triple Century। ৩০ ওভারের ম্যাচে বিধ্বংসী ত্রিশতরান অয়নের

Spread the love

একদিকে ১৪ বছরের বৈভব সূর্যবংশী যখন আইপিএল মাতিয়ে ভারতীয় তথা আন্তর্জাতিক ক্রিকেটমহলের শিরোনামে উঠে এসেছেন, তখন তারই পথ অনুসরণ করলেন ১৩ বছরের অয়ন রাজ। বিহারের স্থানীয় ক্রিকেটে বিধ্বংসী মেজাজে ট্রিপল সেঞ্চুরি করে নজর কেড়ে নিলেন বৈভবের বন্ধু।

বিহারের মুজাফফরপুরে ৩০ ওভারের জেলা ক্রিকেট লিগের ম্যাচে ব্যাট হাতে তাণ্ডব চালান বৈভবের বন্ধু অয়ন। সংস্কৃতি ক্রিকেট অ্যাকাডেমির হয়ে মাঠে নামেন অয়ন। তিনি মাত্র ১৩৪ বলে অপরাজিত ৩২৭ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন।

এমন মারকাটারি ইনিংস অয়ন ৪১টি চার ও ২২টি ছক্কা মারেন। অর্থাৎ, চার-ছক্কার সাহায্যেই অয়ন সংগ্রহ করে নেন ২৯৬ রান। ইনিংসে অয়নের স্ট্রাইক-রেট ছিল ২২০.৮৯।

এদিকে বৈভব সূর্যবংশী ক’দিন আগেই ইংল্যান্ড সফরের প্রস্তুতি মঞ্চে ব্যাট হাতে ঝড় তোলেন। তিনি প্র্যাক্টিস ম্যাচে মাত্র ৯০ বলে ১৯০ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলেন। তার আগে আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে ব্যাট হাতে তাণ্ডব চালান বৈভব সূর্যবংশী।

বৈভব জয়পুরে গুজরাট টাইটানসের বিরুদ্ধে লিগের ম্যাচে ৭টি চার ও ১১টি ছক্কার সাহায্যে মাত্র ৩৫ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন। তিনি আইপিএল ২০২৫-এর মোট ৭টি ম্যাচে ব্যাট হাতে মাঠে নামেন। ৩৬.০০ গড়ে সংগ্রহ করেন সাকুল্যে ২৫২ রান। ১টি শতরান ছাড়াও আইপিএলে ১টি হাফ-সেঞ্চুরিও করেন সূর্যবংশী। ২০৬.৫৫ স্ট্রাইক-রেটে রান সংগ্রহ করা বৈভব টুর্নামেন্টে মোট ১৮টি চার ও ২৪টি ছক্কা হাঁকান।

ক’দিন পরেই ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ইংল্যান্ড সফরে যুব ক্রিকেট সিরিজে মাঠে নামবেন বৈভব। ভারতীয় যুব দলের ইংল্যান্ড সফর শুরু হবে ২৪ জুন। শেষ হবে ২৩ জুলাই। অর্থাৎ, ঠিক একমাস ধরে ইংল্যান্ডে ক্রিকেট খেলবেন সূর্যবংশীরা। সফরে দুই ফর্ম্যাট মিলিয়ে মোট ৮টি ম্যাচে মাঠে নামবে ভারতীয় দল, যার মধ্যে একটি থাকছে প্রস্তুতি ম্যাচ।

ভারতীয় যুব দলের ইংল্যান্ড সফরের সূচি

১. প্রস্তুতি ম্যাচ (৫০ ওভারের)- ২৪ জুন (লাফবোরো ইউনিভার্সিটি গ্রাউন্ড)।

২. প্রথম যুব ওয়ান ডে- ২৭ জুন (হোভ)।

৩. দ্বিতীয় যুব ওয়ান ডে- ৩০ জুন (নর্দাম্পটন)।

৪. তৃতীয় যুব ওয়ান ডে- ২ জুলাই (নর্দাম্পটন)।

৫. চতুর্থ যুব ওয়ান ডে- ৫ জুলাই (ওরস্টার)।

৬. পঞ্চম যুব ওয়ান ডে- ৭ জুলাই (ওরস্টার)।

৭. প্রথম যুব টেস্ট- ১২ থেকে ১৫ জুলাই (বেকেনহ্যাম)।

৮. দ্বিতীয় যুব টেস্ট- ২০ থেকে ২৩ জুলাই (চেমসফোর্ড)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *