2025-এর বাকি ম্যাচ বাংলাদেশে আয়োজনের পরামর্শ পাক প্রাক্তনীর

Spread the love

ভারত আর পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাতের জেরে আইপিএল যেমন স্থগিত হয়েছে, তেমনই বন্ধ হয়েছে পিএসএল-ও। তবে আইপিএল সাত দিনের জন্য স্থগিত করা হয়েছে। তবে পিএসএল নিয়ে চলছে টানাপোড়েন। দুই পড়শি দেশের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হওয়ার পর, সংযুক্ত আরব আমিরশাহিতে পিএসএল সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। তবে পিসিবি-র এই ঘোষণার কয়েক ঘণ্টার ব্যবধানেই আসে নতুন খবর-পিএসএলের বাকি ৮ ম্যাচ অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে। কারণ দুবাইয়ে পিএসএল আয়োজনের বিষয়ে রাজি হয়নি এমিরেটস ক্রিকেট বোর্ড।

শোনা যাচ্ছে, পুনরায় পিএসএল শুরু হলে এক ভেন্যুতেই আয়োজন করা হতে পারে বাকি ম্যাচগুলো। এক প্রতিবেদনে এমন সম্ভাবনার কথা জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ। গত ৮ মে পিএসএলের ভেন্যু রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পাশেই ভারতের ড্রোন বিস্ফোরণ হয়। তাৎক্ষণিক ভাবেই স্থগিত হয়ে যায় সেই দিনের পূর্বনির্ধারিত পেশোয়ার জালমি ও করাচি কিংসের ম্যাচ। এই ঘটনার পর দিনই স্থগিত করা হয় পুরো টুর্নামেন্ট।

নতুন করে ফের পিএসএল চালু করার লক্ষ্যে ৬ ফ্র্যাঞ্চাইজিকেই বিদেশি ক্রিকেটারদের দুবাই এবং স্থানীয় ক্রিকেটারদের দেশে প্রস্তুত রাখার আহ্বান জানানো হয়েছে। তবে পাকিস্তানের মাটিতে ফের পিএসএল শুরু হলে, কিছুটা আশঙ্কা থেকেই যাচ্ছে। কারণ যুদ্ধ বিরতিতে দুই দেশ সম্মতি দিলেও, সাময়িক উত্তেজনার রেশ কাটতে কিছুটা হলেও সময় লাগবে। তাই পাকিস্তানের বাইরে পিএসএল আয়োজনের পরামর্শ দিয়েছেন দেশের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি।

দেশের বাইরে পিএসএল আয়োজনে শুধু সংযুক্ত আরব আমিরাশাহিকে বিকল্প না ভেবে, বাংলাদেশকেও বিবেচনা করা যেতে পারে বলে মনে করেন বাসিত। তার মতে, বাংলাদেশের দর্শকেরা ক্রিকেটপ্রেমী, তাই সেখানে আয়োজন করলে পিসিবি-রই লাভ হবে।

বাসিত বলেছেন, ‘যদি টুর্নামেন্টে কোনও ঝামেলার সৃষ্টি হয়, দয়া করে খেলা দুবাইতে সরিয়ে নেবেন না। বাংলাদেশকে বিবেচনা করবেন। যেখানে স্টেডিয়ামগুলো ক্লাবের ম্যাচগুলোতেও দর্শক দিয়ে পরিপূর্ণ থাকে।’

পিএসএলের দশম আসর বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বাকি আছে আর আটটি ম্যাচ— লিগ পর্বে ৪টি, ৩টি প্লে-অফ এবং ফাইনাল। এখনও পর্যন্ত পয়েন্ট টেবলে সবার উপরে থাকা কোয়েটা গ্ল্যাডিয়েটর্সই শুধু প্লে-অফ নিশ্চিত করেছে। ৯ ম্যাচে ৬ জয়ে তাদের পয়েন্ট ১৩। এ ছাড়া ১০ পয়েন্ট নিয়ে যথাক্রমে দুই-তিনে অবস্থান করছে করাচি কিংস (৮ ম্যাচ) ও ইসলামাবাদ ইউনাইটেড (৯ ম্যাচ)। পরের তিনটি দল লাহোর কালান্দার্স (৯ পয়েন্ট), পেশোয়ার জালমি (৮ পয়েন্ট) ও মুলতান সুলতানস (২ পয়েন্ট)। তলানিতে থাকা প্রাক্তন চ্যাম্পিয়ন মুলতান ইতোমধ্যি প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *