2027 ODI WC পর্যন্ত খেলা চালিয়ে যেতে পারবেন রোহিত?

Spread the love

গত কয়েক মাস ধরে যা নিয়ে আশঙ্কা এবং জল্পনা চলছিল, অবশেষে সেটাই সত্যি হল। টিম ইন্ডিয়ার কিংবদন্তি অধিনায়ক এবং ওপেনার রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। বুধবার (৭ মে) রোহিত সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে এই ফর্ম্যাট ছাড়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। এর সঙ্গে সঙ্গেই রোহিতের প্রায় ১২ বছরের দীর্ঘ টেস্ট ক্যারিয়ারেরও অবসান ঘটল।

গত এক বছর ধরে, এই ফর্ম্যাটে ধারাবাহিক ভাবে খারাপ পারফরম্যান্স এবং তাঁর অধিনায়কত্বে টিম ইন্ডিয়ার ব্যর্থতার কারণেই রোহিত শর্মাকে দল থেকে বাদ দেওয়ার দাবি উঠেছিল। এর সঙ্গে সঙ্গে তাঁকে এই ফর্ম্যাট থেকে অবসর নেওয়ার পরামর্শও দেওয়া হচ্ছিল। তবে, জুনে টিম ইন্ডিয়ার ইংল্যান্ড সফরের সময়েও রোহিত দলকে নেতৃত্ব দিতে চেয়েছিলেন। কিন্তু নির্বাচন কমিটি তাঁকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছিল। এছাড়াও, রোহিতকে একটি বার্তা দেওয়া হয়েছিল যে, তিনি দলের পরিকল্পনার অংশ নন। এর পরেই রোহিত তাঁর অবসর ঘোষণা করেন।

লক্ষ্য ২০২৭ বিশ্বকাপ, ওডিআই খেলা চালিয়ে যেতে চান রোহিত

এর অর্থ দাঁড়াল, রোহিত এখন দু’টি ফর্ম্যাট থেকে অবসর নিয়ে ফেললেন। গত বছর ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর সংক্ষিপ্ততম ফর্ম্যাট থেকে অবসর নিয়েছিলেন তিনি। তবে ভারত অধিনায়ক ২০২৭ বিশ্বকাপ খেলার স্বপ্ন নিয়ে কোনও সন্দেহ ছাড়াই ওয়ানডে ক্রিকেট খেলা চালিয়ে যেতে চান। টেস্ট থেকে অবসর ঘোষণার পোস্টে সে কথাও জানিয়েছেন রোহিত। তিনি লিখেছেন, ‘আমি আপনাদের সকলকে জানাতে চাই যে, আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। সাদা পোশাকে আমার দেশের প্রতিনিধিত্ব করা আমার জন্য সম্মানের। বছরের পর বছর ধরে আপনাদের ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ। আমি ওয়ানডে ফরম্যাটে ভারতের প্রতিনিধিত্ব করে যাব।’

রোহিত শর্মা কি ভারতের ওয়ানডে অধিনায়ক থাকবেন?

রোহিতের টেস্ট ক্রিকেট থেকে অবসরের অর্থ হল, ইংল্যান্ড সিরিজের আগে ভারত এখন এই ফর্ম্যাটে একজন নতুন অধিনায়ক নিয়োগ করবে। অর্থাৎ, দলে এখন তিন ফরম্যাটে তিন জন অধিনায়ক থাকবেন, যেখানে সূর্যকুমার যাদব টি-টোয়েন্টিতে দলের নেতৃত্ব দিচ্ছেন।

এই অদ্ভূত পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, রোহিত কি ওয়ানডে অধিনায়ক থাকবেন? ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) অবশ্য রোহিতের ওয়ানডে অধিনায়কত্বের মর্যাদা নিয়ে সব সন্দেহ দূর করে এক উজ্জ্বল শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে। তারা তাদের এক্স হ্যান্ডেলে লিখেছে, ‘ধন্যবাদ, ক্যাপ্টেন। সাদা ফর্ম্যাটে একটা যুগের অবসান! টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন রোহিত শর্মা। তিনি ওয়ানডে-তে ভারতের নেতৃত্ব অব্যাহত রাখবেন। আমরা তোমার জন্য গর্বিত, হিটম্যান।’

রোহিত ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে জয় এনে দেন, যার ফলে তিনি এমএস ধোনির পর দ্বিতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে একাধিক আইসিসি ইভেন্ট জয়ের নজির গড়েন। যদি রোহিত শর্মা ২০২৭ বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেন এবং শিরোপা জিততে সক্ষম হন, তাহলে তিনি শুধু তাঁর ক্যারিয়ারে কখনও জেতা হয়নি, এমন একটি ট্রফিই জিতবেন না, বরং ধোনির নজিরকেও স্পর্শ করবেন। তবে ওডিআই-এ রোহিতের অধিনায়ক থাকা নিয়ে বিসিসিআই এখন যাই বলুক, তাঁর একদিনের ক্রিকেটে খেলা নিয়েই সংশয়টা কিন্তু আরও বাড়ল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *