বুধবার মালির কায়েসের একটি কারখানায় কর্মরত তিন ভারতীয় নাগরিকের অপহরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারতের বিদেশ মন্ত্রণালয়। অপহৃত ভারতীয়দের উদ্ধার করতে মালির কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ভারত। এই ঘটনার তীব্র নিন্দা করে সরকারের তরফে জানানো হয়েছে, বামাকোতে অবস্থিত ভারতীয় দূতাবাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, নিরাপত্তা সংস্থা এবং অপহৃতদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।
উল্লেখ্য, মালিতে অবস্থিত ডায়মন্ড সিমেন্ট কারখানায় কাজ করত অপহৃত তিন ভারতীয়। এই তিন ভারতীয় নাগরিককে গত ১ জুলাই কারখানা চত্বর থেকে সশস্ত্র হামলাকারীরা অপহরণ করেছিল। মঙ্গলবার সেনেগাল সীমান্তের কাছে মালির পশ্চিমাঞ্চলীয় দিবোলি এবং নিকটবর্তী কায়েস ও সানদেরে শহরে এ হামলা চালানো হয়।মালির সশস্ত্র বাহিনী জানিয়েছে, মৌরিতানিয়া সীমান্তের কাছে রাজধানী বামাকোর উত্তর-পশ্চিমে অবস্থিত নিওরো ডু সাহেল ও গোগৌই এবং মধ্য মালির মোলোডো ও নিওনোতেও জঙ্গি হামলা হয়েছে। মূলত সরকারি এবং সামরিক পরিকাঠামোতে এই হামলাগুলি চালানো হয়েছিল। তবে এই সব হামলায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি বলে দাবি করেছে মালির সেনাবাহিনী। এর আগে গত ১ জুন মালিতে ৩০ সেনাকে হত্যা করেছিল জঙ্গিরা। পরে ২ জুন মালির তিমবুকতু শহরে সেনা ঘাঁটি এবং এয়ারফিল্ডে হামলা চালিয়েছিল জঙ্গিরা।

মালির পশ্চিম ও মধ্যাঞ্চলের কয়েকটি জায়গায় সমন্বিত হামলার দায় স্বীকার করেছে আল-কায়েদার সঙ্গে যুক্ত জামায়াত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন (জেএনআইএম)। ভারতীয়দের অপহরণের পিছনেও এই গোষ্ঠীর হাত রয়েছে বলে মনে করা হচ্ছে। ইসলামপন্থী বিদ্রোহ এবং তুয়ারেগ বিদ্রোহের কারণে ২০১২ সাল থেকে মালির পরিস্থিতি অস্থিতিশীল রয়েছে এবং সাম্প্রতিক মাসগুলিতে সন্ত্রাসী হামলা বেড়েছে।