অভিজিৎ ভট্টাচার্য(Abhijeet Bhattacharya) বরাবরই চাঁচাছোলা কথা বলেন। বলিউডে তাঁকে কত অপমান সহ্য করতে হয়েছে সেসব নিয়েও খোলাখুলি কথা বলেছেন তিনি বহুবার। জানিয়েছেন মিউজিক ডিরেক্টররা কীভাবে তাঁকে অপমন করতেন। এবার তিনি পিঙ্কভিলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে সম্প্রতি আবারও জানালেন মিউজিক ডিরেক্টররা নাকি শাহরুখ খানের ছবিতে কাজ পেলেই তাঁকে আর ডাকতেন না। তাঁকে দিয়ে গান গাওয়াতেন না। এমনকি ইয়েস বস ছবির একটি গানের জন্য পুরস্কার পাওয়ার পরই অনেকেই নাকি তাঁকে জানিয়ে দেন যে তাঁদের কোনও গান আর অভিজিৎকে দিয়ে গাওয়াবেন না।
ইয়েস বস ছবিতে অভিজিতের গান
ইয়েস বস ছবিটি ১৯৯৭ সালে মুক্তি পেয়েছিল। এই ছবিটির পরিচালনা করেছিলেন আজিজ মির্জা। অভিনয়ে জুহি চাওলা, শাহরুখ খান ছিলেন। জাভেদ আখতার গানের লিরিক্স লিখেছিলেন আর যতীন লিলিত মিউজিক ডিরেক্টর ছিলেন। সেখানে ৬টার মধ্যে ৪টি গান গেয়েছিলেন অভিজিৎ। এগুলো হল ম্যায় কই অ্যায়সা গীত গাউ, চাঁদ তারে, শুনিয়ে তো, যাতা হ্যায় তু কাঁহা।
অভিজিৎকে এদিন সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয় তিনি কি কখনও ইন্ডাস্ট্রির পলিটিক্সের শিকার হয়েছেন? জবাবে গায়ক বলেন, ‘হ্যাঁ, বহুবার হয়েছে আমার সঙ্গে এসব। এর মধ্যে অন্যতম হল যেই মিউজিক ডিরেক্টররা শাহরুখ খানের কোনও ছবি পেয়ে যেতেন অমনি তাঁরা আমায় আর সেই ছবিতে কোনও গান গাওয়ার সুযোগ দিতেন না। সে তাঁরা আমার যতই কাছের কেউ হোক না কেন, সুযোগ দিতেন না।’
একই সঙ্গে তিনি জানান ইয়েস বস ছবির জন্য যখন তিনি পুরস্কার পান তখন নাকি তাঁর সঙ্গে দুর্ব্যবহার করা হয়। এই বিষয়ে স্মৃতি হাতড়ে অভিজিৎ বলেন, ‘যখন আমি ওই পুরস্কার পেলাম তখন ছবিটি ব্লকবাস্টার হিট করেনি। এমনকি গানটাও না। বর্ডার, পরদেশ, দিল তো পাগল হ্যায় ছবি এবং সেগুলোর গানের মধ্যে দিয়ে আমার গানটা পুরস্কার পায় তারপর থেকেই অনেক মিউজিক ডিরেক্টররা আমায় সোজাসুজি বলে দিতে শুরু করেন যে আমার ছবির কোনও গান তোমায় দিয়ে গাওয়াব না।’