ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এশিয়া কাপ ২০২৫ হবে কিনা তা নিয়ে সংশয় ছিল। এর আগে শোনা গিয়েছিল যে ভারত এশিয়া কাপে অংশ নিতে অস্বীকার করেছে, যদিও বিসিসিআই সচিব এই সমস্ত প্রতিবেদন অস্বীকার করেছেন। এবার এশিয়া কাপ ২০২৫-এর সম্ভাব্য তারিখ প্রকাশ করা হয়েছে। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরে হতে পারে টুর্নামেন্টটি। টুর্নামেন্টে অংশ নিচ্ছে ভারত, পাকিস্তানসহ মোট ৬টি দল। এখন দেখার বিষয় ভারত পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলে কি না।
ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের এশিয়া কাপ ১০ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে। টুর্নামেন্টের সূচি জুলাইয়ের প্রথম সপ্তাহে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০২৫ সালের এশিয়া কাপের আয়োজক ভারত। টুর্নামেন্টে ভারত-পাকিস্তান মুখোমুখি হলে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ অনুষ্ঠিত হবে। এবারের আসরটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।
সবকিছু পরিকল্পনা মাফিক চললে ২০২৫ সালের এশিয়া কাপে অংশ নেবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত ম্যাচগুলোর আয়োজক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে সংযুক্ত আরব আমিরাত।

প্রতিবেদনে আরও বলা হয়, হাইব্রিড মডেলে এশিয়া কাপ আয়োজন নিয়ে কিছু আলোচনা চলছে। স্বাগতিক দল ভারত হলেও এসিসি আগেই সিদ্ধান্ত নিয়েছিল, যখনই ভারত-পাকিস্তান মুখোমুখি হবে, তাদের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে। এশিয়া কাপের সর্বশেষ আসর অনুষ্ঠিত হয়েছিল ২০২৩ সালে শ্রীলঙ্কা ও পাকিস্তানে। ভারত ও শ্রীলঙ্কা দল ফাইনালে পৌঁছেছিল। ভারত সেবারও তাদের সব ম্যাচ খেলেছিল শ্রীলঙ্কায়।