এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে ছিটকে গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আল নাসের। একটা সময় রিয়াল মাদ্রিদের জার্সিতে টানা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতা রোনাল্ডো নিজের দলকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও তুলতে পারলেন না। সেমিতে তিনি গোল পেলেন না, দলও ২-৩ গোলে হেরে গেল।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতে জাপানের কাওয়াজাকি ফ্রন্টেল ফুটবল দলের মুখোমুখি হয়েছিল সৌদি আরবের ক্লাব আল নাসের। সেখানেই প্রায় ৭৫ শতাংশ বল পজিশন রেখে খেলল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল। কিন্তু ডিফেন্সিভ ল্যাপস এবং রোনাল্ডো ছন্দে না থাকায় তাঁরা ম্যাচ হেরে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের টিকিট হাতে পেল না। কাওয়াজাকির বিরুদ্ধে সেমিফাইনালে ২১টি শটের মধ্যে ৬টি গোলমুখী শট নেয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল। সেখানে মাত্র পাঁচটি অন টার্গেট শট নিয়েই তাতে তিনটি গোল করে নেয় জাপানের দলটি। ৯০ মিনিট মাঠে থাকলেও রোনাল্ডো জেতাতে পারলেন না দলকে। কদিন আগেই আর্সেনালের কাছে হেরে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেছিল রোনাল্ডোর পুরনো দল রিয়াল, এবার তাঁর বর্তমান দলও এএফসি চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল।

১০ মিনিটের মাথায় বক্সের একদম মাথা থেকে দুরন্ত ভলিতে গোল করে কাওয়াজাকিকে এগিয়ে দেন তাতসুয়া ইটো। ২৮ মিনিটে একক নৈপুন্যে দুর্দান্ত গোল করে যান সেনেগালের ফুটবলার সাদিও মানে, তাঁর গোলেই সমতা ফেরায় আল নাসের। ৩৩ মিনিটে রোনাল্ডোর হেডার বারে লেগে প্রতিহত হয়, নাহলে এগিয়ে যেতে পারত আল নাসের।৪১ মিনিটে আল নাসেরের গোলরক্ষক একবার কাওয়াজাকির আক্রমণ প্রতিহত করলেও ফিরতি বল থেকে গোল করে যান ইউটো ওজেকি। ৭৬ মিনিটে এরিসনের সাজিয়ে দেওয়া বলে গোল করে জাপানের দলটিতে ৩-১ গোলে এগিয়ে দেন আখিরো লেনেগা। ৮৭ মিনিটে আইমান ইয়াহিয়া রকেট শটে জাপানের দলটির গোলরক্ষককে পরাস্ত করে, তাতে ব্যবধান কমে। কিন্তু এরপর আর কাঙ্খিত গোলের দেখা পায়নি রোনাল্ডোর দল। ফলে সেমিফাইনাল থেকেই ছিটকে যেতে হল তাঁদের। এদিকে অন্য ম্যাচে আল হিলালকে ৩-১ গোলে হারিয়ে দিল সৌদির ক্লাব আল আহলি।