Ahmedabad Air India plane crash। ডাক্তারি পড়ুয়াদের হস্টেলে ভেঙে পড়েছে এয়ার ইন্ডিয়ার বিমান

Spread the love

আমদাবাদের ডাক্তারি পড়ুয়াদের হস্টেলে ভেঙে পড়েছে এয়ার ইন্ডিয়ার বিমান। ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারের চাকা একটি ভবনে আটকে থাকতেও দেখা গিয়েছে। সূত্র উদ্ধৃত করে ‘হিন্দুস্তান টাইমস’-র প্রতিবেদনে জানানো হয়েছে, যে ভবনে বিমানের চাকা আটকে থাকতে দেখা গিয়েছে, তা আদতে গুজরাট সরকারের অধীনস্থ বিজে মেডিক্যাল কলেজের ইন্টার্ন ডাক্তারদের হস্টেল। তার জেরে কমপক্ষে কয়েকজন আহত হয়েছেন বলে অনুমান করা হচ্ছে। সংবাদসংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, আমদাবাদ সিভিল হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা রোমিলা নামে এক মহিলা বলেন যে ‘মধ্যাহ্নভোজের বিরতির সময় আমার ছেলে হস্টেলে গিয়েছিল। সেইসময় ওখানে বিমানটি ভেঙে পড়ে। আমার ছেলে সুরক্ষিত আছে। আমি ওর সঙ্গে কথা বলেছি। ও দ্বিতীয় তলা থেকে ঝাঁপ মারে। তাই অল্পবিস্তর চোট পেয়েছে।’

উদ্ধারকাজের উপরে জোর দেওয়া হচ্ছে

যদিও সেই দুর্ঘটনায় কতজন হতাহত হয়েছেন, সে বিষয়ে সরকারিভাবে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। আপাতত উদ্ধারকাজের উপরে জোর দিচ্ছে পুলিশ-প্রশাসন। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী মুরলীধর মোহোল জানিয়েছেন, আপাতত সরকারিভাবে কোনও মৃত্যুর খবর সামনে আসেনি। উদ্ধারকাজের উপরে জোর দেওয়া হচ্ছে।

কিন্তু আমদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার কয়েক মিনিটের মধ্যেই ভেঙে পড়ার পরে যেভাবে এয়ার ইন্ডিয়ার বিমানে বিস্ফোরণ হয়েছে, তাতে অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। সেইসঙ্গে যেখানে বিমানটি ভেঙে পড়ে, তা জনবসতিপূর্ণ এলাকা। ফলে স্থানীয় বাসিন্দাদেরও মৃত্যু আশঙ্কা করা হচ্ছে। পুড়ে ছারখার হয়ে গিয়েছে বিস্তীর্ণ এলাকা। রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

‘মনে হচ্ছিল যে ভূমিকম্প হয়েছে’, কাঁপছেন স্থানীয় বাসিন্দারা

সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, এক প্রত্যক্ষদর্শী বলেছেন যে ‘আচমকা জোরালো শব্দ শুনতে পাই। মনে হচ্ছিল যে ভূমিকম্প হয়েছে। বাইরে এসে দেখি যে দেহ পড়ে আছে।’ একাধিক ভিডিয়োয় দেখা গিয়েছে, বিমানের বিভিন্ন ধ্বংসস্তূপ, যাত্রীদের জিনিসপত্র বের করে আনা হচ্ছে। উদ্ধারকাজে সহায়তা করতে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলার (এনডিআরএফ) দলও।

এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার বিভিন্ন তথ্য

১) দুপুর ১ টা ৩৮ মিনিটে আমদাবাদ থেকে ওড়ে এয়ার ইন্ডিয়ার বিমান (এআই ১৭১)। গন্তব্য ছিল লন্ডনের গ্যাটউইক।

২) বিমানে মোট ২৪২ জন ছিলেন। পাইলট-সহ বিমানকর্মীর সংখ্যা ছিল ১২। বাকিরা যাত্রী ছিলেন।

৩) ভারতীয় ছিলেন ১৬৯ জন। ৫৩ জন ব্রিটিশ ছিলেন। পর্তুগিজ ছিলেন সাতজন। কানাডার নাগরিক ছিলেন একজন।

৪) আপাতত আমদাবাদ বিমানবন্দরে পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

৫) বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *