পহেলগাঁওতে জঙ্গি হানার পর থেকে দেশে একাধিক জায়গায় ধরপাকড়ের খবর উঠে এসেছে। এবার খবর আলকায়দা জঙ্গি মডিউল ঘিরে। দেশের একাধিক প্রান্ত থেকে বুধবার ধরপাকড় চালিয়ে ৪ জনকে ধরেছে গুজরাট এটিএস। নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে ও নজরদারি চালিয়ে গুজরাটের ‘অ্যান্টি টেররিস্ট স্কোয়াড’ ৪ জনকে গ্রেফতার করেছে।
যে ৪ জনের গ্রেফতারির খবর এদিন উঠে আসে, তারা হল- মহম্মদ ফাইক,মহম্মদ ফরদিন, সেফুল্লা কুরেশি ও জিশান আলি। মহম্মদ ফাইককে রাজধানী দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে, জিশান আলিকে উত্তর প্রদেশের নয়ডা থেকে ধরা হয়েছে। এছাড়াও গুজরাটের আমদাবাদ থেকে ধরা পড়েছে মহম্মদ ফরদিন, আরাবল্লি মোদাসা থেকে সেফুল্লা কুরেশিকে গ্রেফতার করেছে গুজরাট এটিএস।গুজরাট এটিএসের ডিআইজি সুনীল জোশি জানান, বহুদিন ধরেই ধৃতদের ওপর নজর রাখা হচ্ছিল। তার আগে, তাঁদের হাতে এসেছিল এই সন্ত্রাস মডিউল সম্পর্কে বেশ কিছু গোয়েন্দা তথ্য। গুজরাট এটিএস জানিয়েছে, ধৃতদের সঙ্গে যোগ রয়েছে ‘ আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট’ নামের জঙ্গি সংগঠনের। যে সংগঠন আল কায়দার একটি অংশ।জানা গিয়েছে, ধৃত ৪ জনের ওপর বহুদিন ধরেই নজর রাখছিল গুজরাট এটিএস। উল্লেখ্য, এই ‘আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট’ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার জন্য ২০২৩ সালে একাধিক বাংলাদেশি গ্রেফতার হয়েছিল আমেদাবাদের একাধিক প্রান্ত থেকে।
