জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে এক সেনা-জঙ্গি গুলির লড়াইতে শহিদ হয়েছেন ভারতীয় সেনার ২ জওয়ান। কাশ্মীরের বুকে সন্ত্রাসবাদ দমন ঘিরে অভিযানে নামে সেনা। সেই অভিযান ঘিরেই দুই পক্ষের মধ্যে গুলির লড়াই চলে। তবে অভিযান এখনও চলছে বলে শেষ পাওয়া রাত ১০ টার খবরে জানা গিয়েছে।
এদিকে, জম্মু ও কাশ্মীর পুলিশ শনিবারই কাঠুয়ায় জঙ্গি হামলার ঘটনায় সন্দেহভাজন জঙ্গিদের ছবি প্রকাশ করে। মূলত সেটি স্কেচের আকারে প্রকাশ করা হয়। এই চার জঙ্গিকে শেষবার কাঠুয়া জেলায় দেখা গিয়েছে। মালহর, বানি, সেওজধর এলাকায় এই চার জঙ্গিকে শেষবার দেখা যায়। এই চার জঙ্গির খোঁজ যাঁরা দিতে পারবেন, তাঁদের ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণাও করা হয়েছে। উল্লেখ্য, জম্মুতে ইতিমধ্যেই কাঠুয়া ও ডোডায় জঙ্গি হামলা হয়েছে। তারপরই এবার অনন্তনাগের খবর। বেশ কিছু রিপোর্টের দাবি, পাকিস্তান থেকে কাশ্মীরে বেশ কিছু জঙ্গি অনুপ্রবেশ হয়েছে। তারা মূলত জম্মু এলাকায় ছড়িয়ে গিয়েছে। এরপর ধীরে ধীরে কাশ্মীরের বুকেও সন্ত্রাসবাদের খবর আসছে।
এদিকে, প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘ কাশ্মীরের অনন্তনাগে জঙ্গিদের সঙ্গে এনকাউন্টারে ২ জন সেনা জওয়ান নিহত হয়েছেন। অপারেশন চলছে।’ জানা গিয়েছে, গোয়েন্দা সূত্রে খবর পেয়ে কাশ্মীরের অনন্তনাগের কোকেরনাগ এলাকায় জঙ্গি দমন অভিযান চালায় যৌথ বাহিনী। এই বাহিনীতে ছিল, ভারতীয় সেনা, জম্মু ও কাশ্মীরের পুলিশ, সিআরপিএফ। দুই পক্ষের সংঘাতের মাঝে তখনই ২ সেনা জওয়ান আহত হয়েছেন। তারপর তাঁদের ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। পরে জানা গিয়েছে, তাঁদের মৃত্যু হয়েছে। এর আগে, অনন্তনাগে আরও একটি গুলির যুদ্ধ চলেছে। সেটি অনন্তনাগের অহলন-গগরামান্ডু এলাকায় হয়েছে। সেখানে পুলিশ ও নিরাপত্তা বাহিনী এই লড়াইয়ে একযোগে অংশ নেয়।