Anderson-Tendulkar Trophy Records। ৫ টেস্টে ৭১৮৭ রান- ব্যাটিং সিরিজে সবথেকে কম রানে জিতে ইতিহাস ভারতের

Spread the love

টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বনিম্ন রানে জয়: নিজেদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবথেকে কম রানে জিতল ভারত। ওভালে মাত্র ছয় রানে জিতল টিম ইন্ডিয়া। ৯৩ বছরের ইতিহাসে এই প্রথমবার এক অঙ্কের রানে জিতল। এতদিন সেই তালিকার শীর্ষে ছিল ২০০৪ সালের ওয়াংখেড়ে টেস্ট। ১৩ রানে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ভারত। ১৯৭২ সালে কলকাতায় ইংল্যান্ডকে ২৮ রানে হারিয়ে দিয়েছিল।

কোনও টেস্ট সিরিজে সর্বোচ্চ রান: টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রানের নিরিখে দ্বিতীয় স্থানে ঠাঁই পেয়ে গেল ২০২৫ সালের ভারত-ইংল্যান্ড সিরিজ। এই সিরিজে মোট ৭,১৮৭ রান উঠেছে। যা দ্বিতীয় সর্বোচ্চ। শীর্ষে আছে ১৯৯৩ সালের অ্যাশেজ। অতিরিক্ত ধরে সেই সিরিজে ছ’টি ম্যাচে ৭,২২১ রান উঠেছিল। এবার (২০২৫ সালের ভারত-ইংল্যান্ড সিরিজ) পাঁচটি ম্যাচেই ৭,১৮৭ রান উঠেছে।

একটি টেস্ট সিরিজে সর্বাধিকবার ৩০০-র বেশি রান: যুগ্মভাবে শীর্ষে উঠে এল ২০২৫ সালের ভারত-ইংল্যান্ড সিরিজ। এই সিরিজে ১৪ বার এরকম হয়েছে। স্পর্শ করল ১৯২৮-২৯ সালের অ্যাশেজের রেকর্ডকে। দুইয়ে আছে ১৯৭৫-৭৬ সালের অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ এবং ১৯৯৩ সালের অ্যাশেজ সিরিজ। ওই দুটি সিরিজেই এরকম ঘটনা ঘটেছিল ১৩ বার।

টেস্ট সিরিজে সর্বাধিক শতরান: এবারের ভারত-ইংল্যান্ড সিরিজে মোট ২১টি শতরান হয়েছে। যা টেস্ট সিরিজে যুগ্মভাবে সর্বাধিক। ১৯৫৫ সালে ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া সিরিজেও মোট ২১টি শতরান হয়েছিল। সেটিও পাঁচ ম্যাচের সিরিজ ছিল। ২১টি শতরানের পাশাপাশি ২১টি অর্ধশতরানও হয়েছিল সেই সিরিজে। আর এবার ভারত-ইংল্যান্ড সিরিজে অর্ধশতরানের সংখ্যা হল ২৯। 

টেস্ট সিরিজে ৪০০-র বেশি রান করা সর্বাধিক খেলোয়াড়: ২০২৫ সালের ভারত-ইংল্যান্ড সিরিজে মোট নয়জন খেলোয়াড় ৪০০-র বেশি রান করেছেন। যা ইতিহাসে সর্বাধিক। এই সিরিজ ভেঙে দিয়েছে ১৯৭৫-৭৬ সালের ফ্র্যাঙ্ক ওরেল ট্রফি এবং ১৯৯৩ সালের অ্যাশেজে দু’দলের মোট আটজন খেলোয়াড় ৪০০-র বেশি রান করেছিলেন।শুধু তাই নয়, একটি টেস্ট সিরিজে সর্বাধিক সেঞ্চুরি জুটিরও নজির তৈরি হয়েছে। ২০২৫ সালের ভারত-ইংল্যান্ড সিরিজে মোট শতরান বা তার বেশি রানের জুটির সংখ্যা হল ১৯। যা ইতিহাসে যুগ্মভাবে সর্বাধিক। ১৯৬৭-৬৮ সালের ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান সিরিজ এবং ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড সিরিজেও শতরান জুটির সংখ্যা ছিল ১৯টি। 

২০০০ সাল থেকে এই নিয়ে চতুর্থবার পাঁচ ম্যাচের কোনও টেস্ট সিরিজের প্রতিটিই পঞ্চম দিনে গিয়েছে। অর্থাৎ নির্ধারিত ২৫ দিনেই খেলা হয়েছে। ২০২৫ সালের ভারত-ইংল্যান্ড সিরিজের আগে ২০০১ সালের ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ, ২০০৪-০৫ সালের দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড টেস্ট সিরিজ এবং ২০১৭-১৮ সালের অস্ট্রেলিয়া-ইংল্যান্ড টেস্ট সিরিজেও সেই নজির তৈরি হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *