সদ্য় বাংলাদেশের গোপালগঞ্জে অশান্তির ছবি দেখা যায়। সেই ঘটনায় মৃত্যুর সংখ্যা একাধিক। এরপর ঢাকার পল্লবী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে যায়। ক্রমেই উদ্বেগ, অশান্তির খবর উঠে আসতে শুরু করেছে বাংলাদেশ থেকে। এই পরিস্থিতিতে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের ফোন গেল বাংলদেশের এক বর্ষীয়ান নেতার কাছে। কে তিনি? কোন উদ্দেশে এই ফোন?
জানা গিয়েছে, বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। বিকেলে ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। কিন্তু কেন হঠাৎ এই ফোন যায়? সেই প্রশ্নের উত্তরের দিকে তাকানো যাক। ।সদ্য় শনিবার এক সমাবেশে বক্তব্য় রাখার সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়ে যান বাংলাদেশ জামায়েত ইসলামির ড. শিফকুর রহমান। দু-দফায় অসুস্থ হয়ে পড়লেও তিনি মঞ্চে বসেই বক্তব্য শেষ করেন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়. তাঁরই শারীরিক অবস্থার পরিস্থিতি সম্পর্কে জানতেই তাঁকে ফোন করেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ জামান।

এদিকে, ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে, ‘আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান এর অসুস্থ হওয়ার খবর শুনে সেনাপ্রধান জেনারেল জনাব ওয়াকার উজ জামান ফোন করে শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। তিনি জানান, সম্মানিত আমির সাহেবের চিকিৎসার জন্য যেকোনও সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছেন। ’ওই ফেসবুক পোস্টে লেখা হয়, ‘সেনাপ্রধান জেনারেল জনাব ওয়াকার উজ জামানকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’ উল্লেখ্য, শনিবারই জামায়েত নেতাকে হাসপাতালে থেকে রাত ৯ নাগাদ ছেড়ে দেওয়া হয়।