বাংলাদেশের চট্টগ্রাম থেকে মাানমারের রাখাইন প্রদেশে মানবিক করিডোর তৈরি করার পরিকল্পনা রয়েছে মহম্মদ ইউনুসের সরকারের। তবে এই করিডোরের মাধ্যমে উত্তরপূর্ব ভারতে অশান্তি ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উল্লেখ্য, এর আগে শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় দাবি করেছিলেন, আমেরিকা সেন্ট মার্টিন্স দ্বীপে ঘাঁটি গড়তে চায়। এরই সঙ্গে ভারতের উত্তরপূর্বের খ্রিস্টান অধ্যুষিত রাজ্যগুলির সঙ্গে পার্বত্য চট্টগ্রাম এবং মায়ানমারের রাখাইন প্রদেশ মিলিয়ে একটি খ্রিস্টান দেশ গড়ার পরিকল্পনা করা হচ্ছে।
মহম্মদ ইউনুসের মানবিক করিডোরের ছক কষে হাসিনার সেই সব বক্তব্যকেই কি সত্যি বলে প্রমাণিত করছে? তা নিয়ে জল্পনা তুঙ্গে। এরই মাঝে আবার কানাঘুষো শোনা যাচ্ছে, কক্সবাজারে নাকি মার্কিন সেনা রয়েছে। এহেন পরিস্থিতিতে এবার গর্জে উঠলেন বাংলাদেশের সেনা প্রধান। স্পষ্ট ভাষায় বললেন, বাংলাদেশ দিয়ে কোনও মানবিক কডোর যাবে না মায়ানমারে।
এর আগেও মানবিক করিডোর নিয়ে নিজের আপত্তির কথা জানিয়েছিলেন জেনারেল ওয়াকার উজ জামান। আর সম্প্রতি সেনানিবাসে অফিসারদের উদ্দেশে বক্তব্য রাখার সময় খুবই কড়া ভাষায় ওয়াকার উজ জামান বলেন, ‘ইউনুস সরকার দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সেনাবাহিনীকে অন্ধকারে রাখছে।’ এদিকে অনুষ্ঠানে উপস্থিত প্রায় হাজার জন সেনা অফিসার সবাই এককণ্ঠে জেনারেল ওয়াকারের সঙ্গে থাকার বার্তা দেন।
উল্লেখ্য, এর আগে শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় সংসদে দাঁড়িয়ে দাবি করেছিলেন, আমেরিকা জোর করে সেন্ট মার্টিন দ্বীপে একটি নৌঘাঁটি বানাতে চায়। তাঁর আরও অভিযোগ ছিল, উত্তরপূর্ব ভারতের কয়েকটি রাজ্য, পার্বত্য চট্টগ্রাম এবং রাখাইন প্রদেশ মিলে একটি খ্রিস্টান দেশ গড়ার ষড়যন্ত্র করা হচ্ছে।

আর এখন দেখা যাচ্ছে, বাংলাদেশে সেন্ট মার্টিন্স দ্বীপ নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে। অনেক বাংলাদেশির মনেই সংশয় রয়েছে। এদিকে ইউনুস সম্প্রতি চট্টগ্রাম হয়ে মায়ানমারে একটি মানবিক করিডোর গড়ে তোলার ঘোষণা করেন। যা নিয়ে সরব হয়েছেন বহু বাংলাদেশি রাজনীতিবিদ। আর এবার সেনা সরাসরি এই প্রস্তাবিত করিডোরের বিরোধিতা শুরু করেছে।অনেকেরই আশঙ্কা, এই মানবিক করিডোর দিয়ে আদতে রোহিঙ্গা জঙ্গিদের মদত দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। এরই মাঝে আবার দাবি করা হয়েছে, বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের ফেরত নেওয়া তো দূর, আরও রোহিঙ্গা মায়ানমার থেকে বাংলাদেশে আসতে চলেছে। এই সবের মাঝে দক্ষিণ এশিয়ার এই অঞ্চল বেশ অশান্ত হতে পারে অদূর ভবিষ্যতে। আর এই পরিস্থিতিতে হাসিনার অভিযোগ, ক্ষমতায় টিকে থাকার জন্যেই মানবিক করিডোরের নামে যুদ্ধ-যুদ্ধ খেলায় মাততে চান ইউনুস।