নিজের পথের ‘কাঁটা’ সাফ করে দিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস? তাঁর নির্দেশে একেবারে চুপিসারে গ্রেফতার করা হল বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে? সোমবার সেই দাবি ঘিরে হইচই পড়ে গিয়েছে। জল্পনা শুরু হয়ে যায়, বাংলাদেশে কি বড় কোনও ছক তৈরি করেছেন ইউনুস?যদিও সেই দাবি খারিজ করে দিয়েছে বাংলাদেশের তথ্য অনুসন্ধানকারী সংস্থা রিউমর স্ক্যানার। ওই সংস্থার তরফে দাবি করা হয়েছে, বাংলাদেশের সেনাপ্রধানকে গ্রেফতার করা হয়নি। কোনওরকম তথ্য যাচাই করা হয়নি। স্রেফ ভুয়ো খবর ছড়িয়ে দেওয়া হয়েছে। তাছাড়া বাংলাদেশের শীর্ষস্থানীয় কোনও সংবাদমাধ্যমেও বাংলাদেশের সেনাপ্রধানের গ্রেফতারির কোনও খবর প্রকাশিত হয়নি।
ওই তথ্য অনুসন্ধানকারী সংস্থার রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের সেনাপ্রধানকে গ্রেফতার করা হয়েছে বলে একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে। সেই ভিডিয়োয় বলতে শোনা যায় যে ১০-১১ দিন আগেই ঢাকার সেনা ক্যান্টনমেন্টে বিশেষ অভিযান চালানো হয়। সেখান থেকেই গ্রেফতার করা হয়েছে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে। যে ভিডিয়োটি পুরোপুরি ভুয়ো বলে দাবি করা হয়েছে।ওই ভুয়ো ভিডিয়োয় দাবি করা হয়, ইউনুসের নির্দেশেই বাংলাদেশের সেনাপ্রধানকে গ্রেফতার করা হয়েছে। জেনারেল ওয়াকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তোলা হয়। আর প্রাথমিকভাবে সেইসব অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে। বাংলাদেশের সেনাপ্রধান নাকি সংবিধান-বিরোধী কাজকর্ম এবং বাংলাদেশের জাতীয় নিরাপত্তা বিরোধী কার্যকলাপে জড়িত আছেন বলে অভিযোগ ওঠে। তাই তাঁকে গ্রেফতার করা হয়।

যদিও সেই ভিডিয়োটি পুরোপুরি ভুয়ো বলে জানিয়ে দেওয়া হয়েছে। এমনিতেই ৭ জুন স্ত্রীয়ের সঙ্গে গিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছিলেন জেনারেল ওয়াকার। হাসিমুখে ছবিও তোলেন। যদি বাংলাদেশের সেনাপ্রধানকে গ্রেফতারই করা হয়, তাহলে কখনওই সেটা সম্ভব ছিল না বলে দাবি করেছে সংশ্লিষ্ট মহল।