Bangladesh Hindu Gangrape Latest Update। বাংলাদেশে দরজা ভেঙে ঘরে ঢুকে হিন্দু বধূকে গণধর্ষণ

Spread the love

বাংলাদেশের কুমিল্লার মুরাদনগরে বছর ২৫-এর গৃহবধূকে গণধর্ষণ করা হল। এই ঘটনায় তোলপাড় শুর হয়েছে। এই আবহে তদন্তে নেমে অভিযুক্ত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, গত ২৭ জুন পুলিশে এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগ দায়ের করেছিলেন সেই বধূ।

সেই মহিলাকে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত ফজর আলি। সে গ্রেফতার হয়েছ। এদিকে এই ঘটনায় নির্যাতিতার ধর্ষণের ভিডিয়ো ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে মহম্মদ সুমন, রমজান আলি, মহম্মদ আরিফ এবং মহম্মদ অনিককে।রিপোর্ট অনুযায়ী, সেই বধূ কয়েকদিন আগে মুরাদনগরে নিজের বাপের বাড়িতে এসেছিলেন। গত ২৬ জুন সন্ধ্যায় বাড়ির পাশে পুজো হচ্ছিল। সেখানে গিয়েছিলেন সেই মহিলার পরিবারের সদস্যরা। রাত ১০টা নাগাদ এই ফজর আলি বাড়ির দরজা ভেঙে ঢুকে পড়ে এবং মহিলাকে ধর্ষণ করে।

পরে প্রতিবেশী এক মহিলা অনেক আওয়াজ পেয়ে এলাকার লোকজনকে ডেকে নিয়ে আসে। ফজর আলিকে ধরে ফেলে স্থানীয়রা। সেখান থেকে ফজরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সে পালিয়েও যায়। পরে রবিবারে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে তাকে।

এদিকে এই ঘটনায় মহিলার ধর্ষণের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। তারপর সেই ঘটনায় তদন্তে নেমে মহম্মদ সুমন, রমজান আলি, মহম্মদ আরিফ এবং মহম্মদ অনিককে গ্রেফতার করে পুলিশ। এদিকে নির্যাতিতার মেডিক্যাল চেকআপ হয়েছে ইতিমধ্যেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *