Bangladeshi Muhammad Yunus Latest Update।’নতুন বাংলাদেশের জনক’ বানাতে গিয়ে শিষ্যদেরই ক্ষোভের মুখে ইউনুস

Spread the love

সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করে, এবার থেকে ৮ অগস্ট পালিত হবে ‘নতুন বাংলাদেশ দিবস’। উল্লেখ্য, সেদিনই মহম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল ২০২৪ সালে। এই আবহে নিজের সরকার গঠনের দিনকে বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় করে রাখতে চান ইউনুস। এককথায় বঙ্গবন্ধুকে মুছে ফেলে নিজেকেই যেন নতুন জাতির জনক বানাতে সচেষ্ট এই নোবেলজয়ী।

তবে মহম্মদ ইউনুসের এই পদক্ষেপকে মেনে নিতে পারছেন না তাঁরই ‘শিষ্যরা’। প্রসঙ্গত, ইউনুসের সরকার গঠনের আগে থেকেই তাঁর হয়ে গলা ফাটিয়ে চলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সেই ছাত্রনেতারাই সম্প্রতি আবার গঠন করেছেন এনসিপি নামক রাজনৈতিক দল। এবং সেই দলের শীর্ষস্থানীয় নেতারা এই ‘নতুন বাংলাদেশ দিবস’ পালনের বিরোধিতায় সরব হয়েছেন। 

এই নিয়ে এনসিপি নেতা তথা দলের সদস্য সচিব আখতার হোসেন এক ফেসবুক পোস্টে লেখেন, ‘নতুন বাংলাদেশ দিবস সেদিন হবে, যেদিন জুলাই ঘোষণাপত্র আসবে, যেদিন মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদ হবে।’ প্রসঙ্গত, বিগত দিনে এই জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা নিয়ে সরকারের সঙ্গে মতবিরোধ দেখা দিয়েছে এনসিপি নেতাদের।

এদিকে এই ‘নতুন বাংলাদেশ দিবস’ প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘নতুন বাংলাদেশের জন্ম হয়েছে ৫ অগস্ট। ৮ অগস্ট না। ৫ অগস্টের সাধারণ ছাত্র–জনতার এই অর্জনকে সরকারের কুক্ষিগত করার চেষ্টা মেনে নেওয়া হবে না।’ উল্লেখ্য, ৫ অগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে এসেছিলেন। তাই সেই দিনটিকে ‘৩৬ জুলাই’ বলেও আখ্যা দিয়েছিলেন ছাত্র আন্দোলনকারীরা। জুলাই আন্দোলনে ‘বিজয় দিবস’ হিসেবে তাঁরা এই দিনটিকেই দেখেন।

এদিকে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম আবার ফেসবুক পোস্টে লেখেন, ‘৮ অগস্ট দ্বিতীয় স্বাধীনতা শুরু হয়নি। বরং সেদিন দ্বিতীয় স্বাধীনতা নষ্টের, ছাড় দেওয়ার এবং বিপ্লব বেহাতের কর্মযজ্ঞ শুরু হয়েছিল। ৫ অগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ এবং ‘দ্বিতীয় স্বাধীনতা দিবস।’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *