আইসিসির থেকে ৪০ কোটি টাকার পুরষ্কার পেতে চলেছে ভারতীয় মহিলা দল। তাছাড়াও বিসিসিআই আলাদা ভাবে হরমনপ্রীতের দলের জন্য বিশাল আর্থিক পুরষ্কারের ঘোষণা করেছে। রিপোর্ট অনুযায়ী, বিসিসিআই ৫১ কোটি টাকার আর্থিক পুরষ্কার ঘোষণা করেছে দলের জন্য। বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া এই নগদ পুরষ্কারের ঘোষণা করেছেন। এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে দেবজিৎ সাইকিয়া বলেন, ‘১৯৮৩ সালে কপিল দেব ভারতের হয়ে বিশ্বকাপ জিতে ক্রিকেটে একটি নতুন যুগ এবং উৎসাহ শুরু করেছিলেন। আজ মহিলারাও একই উৎসাহে ভরে দিয়েছেন ভারতকে। হরমনপ্রীত কউর এবং তাঁর দল আজ শুধু ট্রফিই জেতেননি, তাঁরা সমস্ত ভারতীয়ের হৃদয়ও জিতেছেন। তিনি পরবর্তী প্রজন্মের মহিলা ক্রিকেটারদের জন্য পথ প্রশস্ত করেছেন। সেমিফাইনালে আমাদের দল যখন অস্ট্রেলিয়াকে পরাজিত করেছিল তখন মহিলা ক্রিকেট তার পরবর্তী স্তরে পৌঁছেছিল।’
দেবজিৎ সাইকিয়া বলেন, ‘জয় শাহ বিসিসিআইয়ের দায়িত্ব নেওয়ার পর থেকে (২০১৯ থেকে ২০২৪ পর্যন্ত বিসিসিআইয়ের সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন), তিনি মহিলা ক্রিকেটে অনেক পরিবর্তন এনেছেন। বেতনের সমতাও শুরু হয়েছিল। গত মাসে আইসিসি চেয়ারম্যান জয় শাহ মহিলাদের জন্য পুরস্কারের অর্থ ৩০০ শতাংশ বাড়িয়েছেন। আগে পুরষ্কারের অর্থ ছিল ২.৮৮ মিলিয়ন ডলার, এবং এখন সেটা ১৪ মিলিয়ন ডলার করা হয়েছে। এই সমস্ত পদক্ষেপ মহিলা ক্রিকেটকে ব্যাপক উৎসাহ দিয়েছে। বিসিসিআই পুরো দলের জন্য ৫১ কোটি টাকা পুরষ্কারের ঘোষণা করেছে – খেলোয়াড়, কোচরা পাবেন সেই টাকা।’
এদিকে দলগত ভাবে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য আইসিসি থেকে প্রায় ৪০ কোটি টাকা পুরষ্কার পাচ্ছেন রিচা, স্মৃতিরা। অন্যদিকে ফাইনাল হেরে যাওয়া দক্ষিণ আফ্রিকান দলও কয়েক কোটি টাকার পুরষ্কার পেল। প্রসঙ্গত, টুর্নামেন্টের আগেই আইসিসির তরফ থেকে ঘোষণা করা হয়েছিল যে আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০২৫-এর জন্য মোট ১৩.৮৮ মিলিয়ন মার্কিন ডলার পুরষ্কার দেওয়া হবে, যা ভারতীয় টাকায় প্রায় ১২৩ কোটি টাকা। এই প্রাইজ পুলের মধ্যে, বিজয়ী দলকে ৪.৪৮ মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ প্রায় ৩৯.৭৮ কোটি টাকা দেওয়ার কথা আইসিসির।

এদিকে আইসিসি গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ জয়ের জন্য ৩৪৩১৪ মার্কিন ডলার, অর্থাৎ প্রতি ম্যাচে জয়ের জন্য প্রায় ৩০ লক্ষ টাকা বরাদ্দ করেছিল। লিগ পর্বে টিম ইন্ডিয়া ৩টি ম্যাচ জিতেছে। এভাবে ভারতীয় মেয়েদের প্রায় এক কোটি টাকা পকেটে যাওয়ার কথা। এছাড়া টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য আড়াই লক্ষ মার্কিন ডলার পাওয়ার কথা ভারতের, যা প্রায় আড়াই কোটি টাকা। এভাবে ভারতীয় দল শুধুমাত্র আইসিসি থেকেই প্রায় ৪৩ কোটি টাকা পুরষ্কার পাবে।
এদিকে ফাইনালে হেরে যাওয়া দক্ষিণ আফ্রিকা টুর্নামেন্টের রানারআপ হিসাবে ২.২৪ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১৯.৮৮ কোটি টাকা) পাবে। এছাড়া গ্রুপ পর্বে ৫ ম্যাচ জিতেছে দক্ষিণ আফ্রিকা। এজন্য আলাদাভাবে দেড় কোটি টাকা পাবেন লরা উলভার্ডটরা। এছাড়াও টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য আড়াই লাখ ডলার অর্থাৎ, প্রায় আড়াই কোটি টাকা পকেটে যাবে তাঁদের। এইভাবে দক্ষিণ আফ্রিকাকে মোট ২৪ কোটি টাকা দেওয়া হবে আইসিসির তরফ থেকে। উল্লেখ্য, এই প্রথমবারের মত আইসিসি মহিলা বিশ্বকাপের ফাইনালে উঠেছিল দক্ষিণ আফ্রিকার দল।