এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে ‘জৈবিক পদার্থ’ পাচারের চেষ্টা করার অভিযোগে একজন চিনা নাগরিককে গ্রেফতার করা হয়েছে। এফবিআই প্রধান কাশ প্যাটেল এই নিয়ে বলেন, ‘ধৃত চেংজুয়ান হান উহানের একজন পিএইচডি ছাত্র।’ উল্লেখ্য, দাবি করা হয়, চিনের এই শহর থেকেই কোভিড-১৯ ছড়িয়ে পড়েছিল গোটা বিশ্বে।
‘পাচার’ হওয়া জৈবিক পদার্থ সম্পর্কে প্রাথমিক ভাবে খুব বেশি কিছু জানা যায়নি। তবে দাবি করা হচ্ছে, সেই জৈবিক পদার্থটি গোলকৃমির সাথে সম্পর্কিত। এই নিয়ে মোট তিনজর চিনা নাগরিককে এই একই ধরনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে। এর আগে গত ৪ জুন এক চিনা দম্পতিকে গ্রেফতার করা হয়েছিল।
রিপোর্ট অনুযায়ী, গত ৪ জুন যে চিনা দম্পতিকে গ্রেফতার করা হয়, তাদের বিরুদ্ধে অভিযোগ, কৃষি সন্ত্রাসের অস্ত্র হিসেবে ব্যবহার করা যেতে পারে এমন একটি বিপজ্জনক জৈবিক রোগজীবাণু পাচারের চেষ্টা করেছিলেন তাঁরা। আর ৯ জুন ধৃত হানের বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি চিন থেকে ৪টি জৈবিক পদার্থের প্যাকেট পাঠিয়েছিলেন মিশিগানে পড়াশোনা করা ৪ জনকে।

এদিকে হানের গ্রেফতারি নিয়ে এফবিআই ডিরেক্টর কাশ প্যাটেল বলেন, ‘এফবিআই এবং শুল্ক দফতরের আধিকারিকদের জিজ্ঞাসাবাদের সময় প্রাথমিক ভাবে সত্যটা আড়াল করার চেষ্টা করেছিলেন হান। পরে তিনি স্বীকার করে নেন বিষয়টি। জেরার একদিন আগেই নিজের ইলেকট্রনিক ডিভাইস থেকে সব তথ্য মুছে ফেলেছিলেন তিনি।’