BJP কর্মীকে দেখতে গিয়ে আক্রান্ত সুকান্ত! উড়ে এল ইট – জুতো

Spread the love

মেটিয়াবুরুজে গোষ্ঠী সংঘর্ষে আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে গিয়ে নিজেই আক্রান্ত হলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁকে লক্ষ্য করে জুতো ছোড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এমনকী সুকান্তকে লক্ষ্য করে চোর স্লোগানও দেয় বিক্ষোভকারীরা। পালটা চোর স্লোগান দেন সুকান্তবাবুও। বৃহস্পতিবার বিকেলে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় মেটিয়াবুরুজের রবীন্দ্র নগর থানা এলাকায়। কোনও ক্রমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

গত ১১ জুন মন্দিরের সামনে দোকান বসাকে কেন্দ্র করে মেটিয়াবুরুজের রবীন্দ্র নগর থানা চত্বরে গোষ্ঠী সংঘর্ষ বাঁধে। ভাঙচুর হয় একের পর এক দোকান, বাড়ি, গাড়ি। বাড়িতে ঢুকে মহিলাদের শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ। এমনকী রবীন্দ্র নগর থানার গেট থেকে কয়েক মিটার দূরে একটি তুলসিমঞ্চ ভাঙচুরের অভিযোগ ওঠে হামলাকারীদের বিরুদ্ধে। হিংসা থামাতে পুলিশ ময়দানে নামলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। ভাঙচুর হয় একের পর এক পুলিশের গাড়ি। পুলিশকে লক্ষ্য করে শুরু করে অবিরাম ইটবৃষ্টি। তাতে বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হন। আহত হন ডিসি পোর্ট। মাথায় ইট পড়ে এক মহিলা হোমগার্ডের।

বৃহস্পতিবার মেটিয়াবুরুজে গোষ্ঠী সংঘর্ষে আহতদের দেখতে যান সুকান্তবাবু। সেখানে পৌঁছতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে প্রচুর তৃণমূল কর্মী। এরই মধ্যে সুকান্তবাবুকে লক্ষ্য করে জুতো ছোড়ে কেউ। কোনওক্রমে রক্ষা পান রাজ্য বিজেপি সভাপতি। এমনকী সুকান্তবাবুকে উদ্দেশ করে চোর স্লোগান দিতে থাকে তারা। পালটা স্লোগান দেন সুকান্তবাবুও। ছোড়া হয় ইটও। ইট পড়ে সুকান্তবাবুর গাড়ির ওপরে। ইটের আঘাতে আহত হয়েছেন এক মহিলা বিজেপি কর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *