BJP president Post Race। বিজেপি কি পাচ্ছে প্রথম মহিলা সভানেত্রী? দৌড়ে ৩ দক্ষিণী

Spread the love

বছর ঘুরলেই তামিলনাড়ুতে ২০২৬ বিধানসভা ভোট। কেরলও ভোটের রণ দামামা বাজতে চলেছে। এই পরিস্থিতিতে সামনেই রয়েছে বিজেপির সভাপতি বেছে নেওয়ার পালা। বেশ কিছপ রিপোর্ট দাবি করছে, বিজেপির দলের অন্দরে কিছু সাংগঠনিক পরিবর্তনের পর্ব চলতে পারে। স্থানীয় ইউনিট ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির পার্টি প্রধান বেছে নেওয়ার পর এবার বিজেপির পাখির চোখ সর্বভারতীয় স্তরে সভাপতি বাছাই। মিডিয়া রিপোর্টের দাবি, সম্ভবত এবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার উত্তরসূরির পদে ‘সভাপতি’ নয় বরং ‘সভানেত্রী’ বসতে চলেছেন।

রিপোর্ট বলছে, সম্ভবত এবার বিজেপির সর্বভারতীয় চিফের পদে কোনও মহিলা নেত্রীকে স্থান দেওয়া হতে পারে। সেক্ষেত্রে যে ৩ নাম গেরুয়া রাজনীতির অলিন্দে ঘুরপাক খাচ্ছে, তার মধ্যে ৩ জনই দক্ষিণ ভারতের। প্রসঙ্গত, উত্তর ভারতের বেশ কিছু রাজ্য, উত্তর-পূর্ব, পশ্চিম ভারতের বহু রাজ্যে রয়েছে বিজেপির সরকার। তবে বর্তমানে দক্ষিণে বিজেপির জমি সেভাবে শক্ত নয়। হাতছাড়া হয়েছে কর্ণাটকও। এদিকে, তামিলভূমে শাসকদল ডিএমকে ক্রমাগত পারদ চড়াচ্ছে কেন্দ্রের বিরুদ্ধে। কেরলে দাপট ধরে রেখেছে বামশক্তি। এই অবস্থায় বিজেপির সভাপতি বাছাই পর্বে তিন দক্ষিণী নেত্রীর নাম উঠতে শুরু করেছে, বলে দাবি রিপোর্টের।


নির্মলা সীতারামন: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নাম বিজেপির সর্বভারতীয় চিফের পদের জন্য ঘুরপাক খাচ্ছে বলে ‘লাইভ হিন্দুস্তান’কে জানিয়েছে এক সূত্র। উল্লেখ্য, ওই বর্ষীয়ান বিজেপি নেত্রীর শিকড় রয়েছে তামিলনাড়ুতে। তামিল আইয়েঙ্গার পরিবারে জন্ম নেওয়া নির্মলা জেএনইউ থেকে অর্থনীতির এমফিল ডিগ্রি সম্পন্ন করেছেন। এককালে দেশের প্রতিরক্ষা মন্ত্রী থাকা নির্মলা কর্ণাটকের রাজ্যসভা আসন থেকে সংসদের সদস্য। সদ্য তাঁর সঙ্গে জেপি নড্ডা ও বিজেপির সাধারণ সম্পাদক বিএল সন্তোষের দেখা হয়েছে বলে জানা যাচ্ছে।




ডি পুরন্দেশ্বরী: অন্ধ্রপ্রদেশের বিজেপি চিফ ডি পুরন্দেশ্বরীও এই দৌড়ে রয়েছেন বলে জানা যাচ্ছে। বর্তমান সাংসদ ডি পুরন্দেশ্বরী সম্পর্কে অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর শ্বশুরবাড়ির সম্পর্কের আত্মীয়। পুরন্দেশ্বরীর বাবা ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এনটি রামা রাও। চেন্নাইতে জন্মগ্রহণকারী পুরন্দেশ্বরীর ভাষণ এতটাই দাপট ধরে রাখে, যে তাঁকে অনেকেই ‘দক্ষিণের সুষমা স্বরাজ’ তকমাও দিয়েছেন। তেলুগু, তামিল, হিন্দি, ফরাসী ভাষায় দক্ষ। তিনি সদ্য ‘অপারেশন সিঁদুর’ ভারতীয় সাংসদদের বিদেশ সফরের টিমেও ছিলেন।বনতী শ্রীনিবাসন: ২০২১ সালে তামিলনাড়ুর কোয়েম্বাটুর কেন্দ্র থেকে মক্কাল নিধি মাইয়াম পার্টির কমল হাসানকে হারিয়ে ভোট যুদ্ধ জিতে নিয়েছিলেন বনতী। পেশাগতভাবে তিনি একজন আইনজীবী। তাঁরও রয়েছে তামিল শিকড়। তামিলনাড়ুর কোয়েম্বাটুরে জন্ম এই বিজেপি নেত্রীর। এককালে তিনি ছিলেন বিজেপির মহিলা মোর্চার জাতীয় সভানেত্রী।

 সদ্য হওয়া কিছু নির্বাচনে মহিলা ভোটারদের ফোকাসে রেখে বিজেপি সাফল্য পেয়েছে। সেই সূত্র ধরেই এবার বিজেপি চিফ হিসাবে কোনও মহিলাকেই রাখতে পারে গেরুয়া শিবির। ফলত, আসন্ন বিভিন্ন রাজ্যে বিধানসভা ভোটপর্ব ঘিরে মহিলা সভানেত্রী বেছে নিতে পারে বিজেপি বলে দাবি করছে মিডিয়া রিপোর্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *