বোমা হামলার হুমকির জেরে হায়দরাবাদগামী লুফথানসার একটি বিমান ইউ-টার্ন নিয়ে জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে ফিরে যেতে বাধ্য হল। ফ্লাইট এলএইচ৭৫২ ফ্রাঙ্কফুর্ট থেকে রওনা হয়েছিল এবং সোমবার ভোরে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল। কিন্তু মাঝপথে ফিরে যায় বিমানটি।
সংবাদসংস্থা এএনআই-এর রিপোর্ট অনুযায়ী, লুফথানসা এয়ারলাইন্স এই ঘটনা নিয়ে বলেছে, ‘আমরা হায়দরাবাদে বিমানটি অবতরণের অনুমতি পাইনি, এবং সে কারণেই বিমানটি ইউ-টার্ন নিয়ে সেটি ফিরে আসে।’ হায়দরাবাদ বিমানবন্দরের এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে উদ্ধৃত করে সংস্থাটি জানিয়েছে, বিমানটি যখন ভারতের আকাশসীমার বাইরে ছিল তখনই বোমা হামলার হুমকি পাওয়া যায়। ফলস্বরূপ, বিমানটি ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেনি এবং পরিবর্তে সেটি ফ্রাঙ্কফুর্টে ফিরে যায়।

এদিকে বিমানটির এহেন অপ্রত্যাশিত ‘ডাইভারশন’ প্রশ্ন উত্থাপন করেছে। কারণ বিমান সংস্থাটি ল্যান্ডিং ক্লিয়ারেন্স না পাওয়ার কথা উল্লেখ করে তাদের বিবৃতিতে। অন্যদিকে বিমানবন্দর কর্তৃপক্ষ এই ঘটনাটিকে বোমা হুমকির জন্য দায়ী করেছে। হুমকির প্রকৃতি বা বিমানের যাত্রীদের সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।১৩ জুন এয়ার ইন্ডিয়ার বিমানকে ঘিরে একই ধরনের আতঙ্কের কয়েকদিন পরেই এই ঘটনা ঘটল। সেদিন থাইল্যান্ডের ফুকেট থেকে নয়াদিল্লিগামী ফ্লাইট এআই ৩৭৯ টেকঅফের পরই সেই উড়ানকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। তার পরপরই থাই দ্বীপে বিমানটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়। কর্তৃপক্ষ দুটি ঘটনাই তদন্ত করছে। এহেন পরিস্থিতিতে ভারতে আগত আন্তর্জাতিক ফ্লাইটের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।