ফের শিরোনামে মুর্শিদাবাদের ধুলিয়ান। কয়েকদিন আগেই সেখানে দুই গোষ্ঠীর সংঘর্ষ ঘটেছিল। এর জেরে গোটা দেশে ধুলিয়ান নিয়ে চর্চা শুরু হয়েছিল। আর এবার সেই ধুলিয়ানে গুলিবিদ্ধ হলেন এক বিএসএফ জওয়ান। জানা গিয়েছে, সেই বিএসএফ জওয়ানের মৃত্যু হয়েছে। মৃত বিএসএফ জওয়ানের নাম রতন সিং। ঘটনায় অভিযুক্ত তাঁরই সহকর্মী। সেই বিএসএফ জওয়ানকে পুলিশ গ্রেফতার করেছে ইতিমধ্যেই। জানা যায়, রতন সিংয়ের গায়ে ৬টি গুলি করা হয়। এই আবহে আর বাঁচানো সম্ভব হয়নি এই বিএসএফ জওয়ানকে।
রিপোর্ট অনুযায়ী, ১১৯ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ান ছিলেন রতন সিং। উল্লেখ্য, মুর্শিদাবাদ হিংসার পর থেকেই ধুলিয়ানে মোতায়েন রয়েছে বিএসএফ। সেই মতো রতনও সেখানে মোতায়েন ছিলেন। ধুলিয়ানের শ্মশান সংলগ্ন পাহাড় ঘাটি এলাকায় বিএসএফ ক্যাম্পে ছিলেন রতন সিং। সেখানেই তাঁর সহকর্মীর সঙ্গে বচসা হয়েছিল। আর সেই বচসার জেরেই অভিযুক্ত জওয়ান গুলি চালায় রতন সিংকে উদ্দেশ্য করে। রতন সিংয়ের গায়ে লাগে ৬টি গুলি। এরপর গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে রতন সিংকে নিয়ে যাওয়া হয়েছিল জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। এদিকে বিএসএফ জওয়ানের ওপর গুলি চলার ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় সামশেরগঞ্জের বিশাল পুলিশ বাহিনী। অভিযুক্ত বিএসএফ জওয়ানকে পুলিশ গ্রেফতারও করেছে। পুলিশ এই খুনের কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে। ধৃত বিএসএফ জওয়ানকে জেরা করা হচ্ছে। প্রাথমিক ভাবে জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার জানিয়েছেন নিজেদের মধ্যেই গন্ডগোলের জেরে গুলি চলে। তবে কী নিয়ে ঝামেলা, তা এখনও স্পষ্ট নয়।
