আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় আরও তিনজনকে গ্রেফতার করল সিবিআই(Cbi)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সোমবার সন্ধ্যার দিকে আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে(Sandip Ghosh) গ্রেফতারির ঘণ্টাখানেকের মধ্যে বিপ্লব সিনহা, আফসার আলি এবং সুমন হাজরাকে ধরা হয়েছে।
সন্দীপের নিরাপত্তার দায়িত্বে ছিলেন সুমন। আর বিপ্লব এবং আফসার ছিলেন ভেন্ডর। তাঁরা দু’জন হাসপাতালে জিনিসপত্র সরবরাহ করতেন বলে সূত্রের খবর।