রাশিয়া থেকে তেল ও জ্বালানি পণ্য কেনা চীন ও ভারতের মতো দেশগুলোর ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাবে সেনেটে একটি বিল অনুমোদন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহাম রবিবার এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ট্রাম্প তাঁকে বলেছেন, নিষেধাজ্ঞা বিলটি ভোটাভুটির জন্য পেশ করতে হবে।
গ্রাহাম রাশিয়ার বিরুদ্ধে নতুন কঠোর নিষেধাজ্ঞা বিলটিকে স্পন্সর করছেন। গ্রাহাম ট্রাম্পের সিদ্ধান্তকে ‘একটি বড় অগ্রগতি’ বলে অভিহিত করেছেন। ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন নিয়ে আলোচনার টেবিলে আনার প্রচেষ্টা করে চলেছেন ট্রাম্প। এই আবহে রাশিয়ার ব্যবসা বন্ধ করে পুতিনের ওপর চাপ সৃষ্টির পথে হাঁটতে চাইছেন ট্রাম্প।
সম্প্রতি ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। এরই মাঝে নিষেধাজ্ঞা বিল নিয়ে সেনেটর গ্রাহাম বলেন, ‘এই বিলের কাজ কী? আপনি যদি রাশিয়া থেকে পণ্য কেনেন এবং আপনি ইউক্রেনকে সহায়তা না করেন তবে মার্কিন যুক্তরাষ্ট্রে আসা আপনার পণ্যগুলিতে ৫০০ শতাংশ শুল্ক বসবে। পুতিনের থেকে ৭০ শতাংশ তেল কেনে ভারত ও চিন। তারা তাঁর যুদ্ধের মেশিন চালিয়ে যাচ্ছে।’

এদিকে মঙ্গলবার (স্থানীয় সময়) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় দাবি করেছেন যে ভারত-মার্কিন শীঘ্রই ‘অনেক কম শুল্ক’ সহ একটি বাণিজ্য চুক্তি করবে। যার ফলে উভয় দেশই প্রতিযোগিতা করতে পারবে। এই নিয়ে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় আমরা ভারতের সাথে একটি চুক্তি করতে চলেছি। এবং এটি একটি ভিন্ন ধরনের চুক্তি হতে চলেছে।’ট্রাম্পের কথায়, ‘এটি এমন একটি চুক্তি হতে চলেছে যেখানে আমরা ভারতের বাজারে যেতে এবং প্রতিযোগিতা করতে সক্ষম হব। এই মুহূর্তে, ভারত কাউকেই তাদের বাজারে প্রবেশ করতে দেয় না। আমার মনে হয় ভারত আমাদের প্রবেশ করতে দেবে, এবং যদি তারা তা করে, তাহলে আমাদের অনেক কম শুল্কের চুক্তি হবে।’