Chattisgarh Train accident। ছত্তিশগড়ে যাত্রীবাহী ট্রেন-মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ! মৃত ৪

Spread the love

আবারও ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। এবার ঘটনাস্থল ছত্তিশগড়ের বিলাসপুর। হাওড়া রুটের একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালগাড়ির মুখোমুখি সংঘর্ষে বহু মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। রেল সূত্রে খবর, দু’টি ট্রেন মিলিয়ে বেশ কয়েকটি কামরা লাইনচ্যুত হয়েছে। যার জেরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ঘটনায় প্রাথমিকভাবে ২ জনের আহত হওয়ার খবর মিললেও, পরে ৪ জনের মৃত্যু সংবাদ উঠে আসে।

রেল সূত্রে জানা গেছে, দুর্ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের বিলাসপুরের লালখন্ডের কাছে। যাত্রিবাহী ট্রেনটি কোরবা প্যাসেঞ্জার ট্রেন ছিল। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মঙ্গলবার যাত্রীবাহী ট্রেনটি রায়গড়ের গেভরা থেকে বিলাসপুরে যাচ্ছিল। আর মালগাড়িটি আসছিল বিলাসপুরের দিক থেকে। কিন্তু বিলাসপুর রেলওয়ে স্টেশনের কাছে লালখন্ডের কাছে একই ট্র্যাকে মুখোমুখি সংঘর্ষ হয় ওই যাত্রীবাহী ট্রেন এবং মালগাড়ির। দুর্ঘটনার জেরে মালগাড়ির মাথায় উঠে দুমড়ে মুছড়ে যায় ট্রেনের কামরা। এই ঘটনায় বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলের ছবি-ভিডিওয় দেখা গিয়েছে, যাত্রিবাহী ট্রেনটির একটি কামরা উঠে গিয়েছে মালগাড়িটির উপরে। আর বেশ কয়েকটি কামরা রেললাইন থেকে ছিটকে পড়েছে। এই ঘটনায় বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রেল আধিকারিক, উদ্ধারকারী ও কর্মচারীরা।

ইতিমধ্যে আহতদের উদ্ধারে বেশ কয়েকটি অ্যাম্বুল্যান্সও পাঠানো হয়েছে ঘটনাস্থলে। প্রাথমিক ভাবে উদ্ধারকাজ শুরু করেন স্থানীয় বাসিন্দারাই। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে প্রচুর ভিড় জমে যায়। রেলে তরফে জানানো হয়েছে, দুজন আহতকে ইতিমধ্যে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রেলের তরফ থেকে জানানো হয়েছে, আহতদের দ্রুত চিকিৎসার জন্য সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটল, স্বাভাবিক ভাবেই এখনও তা স্পষ্ট নয়। সূত্রের খবর, দুর্ঘটনার পর পুরো রুটের ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে অনেক ট্রেনের। আপাতত লাইন থেকে মালগাড়ির কামরা সরানোর কাজ চলছে। বেশ কয়েকটি ট্রেন ঘুরপথে চলছে। কিছু ট্রেন বাতিল করা হয়েছে। যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা করা হচ্ছে।

প্রসঙ্গত, গত কয়েক বছরে একাধিক রেল দুর্ঘটনার সাক্ষী থেকেছে দেশ। তারমধ্যে সবচেয়ে ভয়াবহ ২০২৩ সালের জুনে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা। ওড়িশার বালেশ্বরে আপ করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতের সংখ্যা ছিল প্রায় ৩০০। আহতের সংখ্যা ছিল প্রায় হাজার। দুর্ঘটনার দিন শালিমার স্টেশন থেকে ছেড়েছিল আপ করমণ্ডল এক্সপ্রেস। প্রায় চার ঘণ্টা পরে ওড়িশার বালেশ্বরের বাহানগা বাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়ে ২৩ কামরার ট্রেনটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *