China Nuclear Warhead Details। চুপিসারে ভারতের পড়শি বাড়িয়ে চলেছে তাদের পরমাণু শক্তি

Spread the love

গত কয়েক বছর ধরে চিন দ্রুত পরমাণু শক্তি বাড়াচ্ছে। নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, চিনের কাছে এখন অন্তত ৬০০ পরমাণু ওয়ারহেড রয়েছে এবং শিগগিরই এর সংখ্যা হাজারে পৌঁছাতে পারে। আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা এসআইপিআরআই এই পরিসংখ্যান প্রকাশ করেছে।

এসআইপিআরআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, এক হিসাব অনুযায়ী, ২০২৩ ও ২০২৪ সালে ১০০টি নতুন পরমাণু ওয়ারহেড যুক্ত করেছে চিন। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই) সোমবার আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি এবং বিশ্বের বিভিন্ন দেশের মজুদ অস্ত্র নিয়ে তাদের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে।

এসআইপিআরআই ২০২৫-এর প্রতিবেদনে জোর দিয়ে বলা হয়েছে, বিশ্বে পরমাণু অস্ত্র প্রতিযোগিতা বিপজ্জনক রূপ নিচ্ছে এবং সামনের দিনগুলোতে তা আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এসআইপিআরআইয়ের পরিচালক ড্যান স্মিথ পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ এবং এই নতুন অস্ত্র প্রতিযোগিতা সম্পর্কে সতর্কতা জারি করেছেন। কী বলছে এসআইপিআরআই-এর রিপোর্টে?

প্রতিবেদনে বলা হয়, পরমাণু শক্তিধর নয়টি দেশ- যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, চিন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া ও ইজরায়েল ২০২৪ সালেও তাদের পরমাণু কর্মসূচি অব্যাহত রাখবে এবং তাদের হাতে থাকা অস্ত্র আরও উন্নত করার প্রচেষ্টাও চালাবে। এ ক্ষেত্রে বিশ্বের অন্য যেকোনও দেশের চেয়ে দ্রুত প্রবৃদ্ধি অর্জন করছে চিন। দশকের শেষ নাগাদ রাশিয়া বা যুক্তরাষ্ট্রের মতো চিনেও সমসংখ্যক আইসিবিএম থাকতে পারে।

২০৩৫ সালের মধ্যে চিনের অস্ত্রভাণ্ডারে সর্বোচ্চ ১৫০০ পরমাণু ওয়ারহেড থাকতে পারে। তা সত্ত্বেও তারা রাশিয়া ও মার্কিন পারমাণবিক অস্ত্রের সংখ্যার তুলনায় অনেক পিছিয়ে থাকবে। বর্তমানে রাশিয়ার কাছে সবচেয়ে বেশি পরমাণু ওয়ারহেড রয়েছে। বর্তমানে রাশিয়ার কাছে ৫ হাজার ৪৫৯টি পরমাণু ওয়ারহেড রয়েছে। যুক্তরাষ্ট্রের কাছে আনুমানিক ৫ হাজার ১৭৭টি পরমাণু ওয়ারহেড রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়া ও যুক্তরাষ্ট্র মিলে বিশ্বের মোট পরমাণু অস্ত্রের প্রায় ৯০ শতাংশের অধিকারী। এছাড়া ইজরায়েলের কাছে ৯০টি পরমাণু অস্ত্র রয়েছে। একই সঙ্গে উত্তর কোরিয়ার কাছে ৪০ থেকে ৫০টি পরমাণু অস্ত্র রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *