রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় ৩০০ টাকা কমাতে চান অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সম্প্রতি তেজপুরে সাংবিকদের কাছে এমনই দাবি করে তিনি। বর্তমানে অসমে ভর্তুকিহীন ১৪.২ কেজি ওজনের ঘরোয়া এলপিজি সিলিন্ডার বিকোচ্ছে ৯৫০ টাকায়। সেই দাম কমিয়ে ৬৫০ টাকা করতে চান হিমন্ত। উল্লেখ্য, ২০২৬ সালে বাংলার পাশাপাশি অসমেও বিধানসভা ভোট অনুষ্ঠিত হতে চলেছে।
রিপোর্ট অনুযায়ী, হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ‘আমি চাই সিলিন্ডারের দাম আরও সাশ্রয়ী হোক, এবং আমরা গ্যাস সিলিন্ডারের দাম তাই ৩০০ টাকা কমানোর লক্ষ্যে এগোচ্ছি। শীঘ্রই এটা কার্যকর হবে। নাগরিকদের উপর আর্থিক চাপ কমাতে আমরা সিলিন্ডারের দাম কমানোর জন্য কাজ করছি।’ বিধানসভা ভোটের আগে হিমন্তের এই প্রতিশ্রুতি বেশ উল্লেখযোগ্য।
এদিকে নয়া মাসেই স্বস্তির খবর রয়েছে দেশবাসীর জন্যে। মে মাসের শুরুতেই কমল রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম। মঙ্গলবার রাতে এই নিয়ে তথ্য প্রকাশ করে রাষ্ট্রায়ত্ত জ্বালানি সংস্থাগুলি। ১ মে মধ্যরাত থেকেই নয়া দাম কার্যকর রা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, আজ থেকে কলকাতায় এক ধাক্কায় ১৭ টাকা কমেছে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম।রিপোর্টে দাবি করা হয়েছে, কলকাতায় আজ থেকে ১৯ কেজি ওজনের বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৭ টাকা কমে ১৮৫১টাকা ৫০ পয়সা হচ্ছে। এর আগে মার্চ মাসে কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারপিছু দাম ছিল ১,৯১৩ টাকা। এপ্রিলে সেই দাম কমে দাঁড়িয়েছিল ১,৮৬৮ টাকা ৫০ পয়সায়।

এদিকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমলেও ১৪.২ কেজি ওজনের ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়নি এবারে। এই আবে মে মাসে আপাতত কলকাতায় ১৪.২ কেজির সিলিন্ডারের দাম থাকবে ৮৭৯ টাকা। এর আগে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত ১৪.২ ওজের ঘরোয়া সিলিন্ডারের দাম ছিল ৮২৯ টাকা। এরপর এপ্রিল মাসে সেই দাম এক লাফে ৫০ টাকা বাড়ানো হয়েছিল।