Colombia Withdrew Statement on Pakistan। রাতারাতি ‘বন্ধু’ হারাল পাকিস্তান

Spread the love

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত যে জবাব দিয়েছিল, সেই অভিযান সিঁদুরে পাকিস্তানে মৃত্যু হয়েছিল কম করে ১০০ জঙ্গির। তবে সেই অভিযানে খতম হওয়া পাক জঙ্গিদের প্রতি সমবেদনা প্রকাশ করেছিল কলম্বিয়া। আর এর জেরে হতাশা প্রকাশ করেছিলেন ভারতীয় প্রতিনিধিদলের প্রধান শশী থারুর। এই আবহে কলম্বিার উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছিলেন শশী থারুর। আর সেই বার্তায় কাজ হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানি জঙ্গিদের মৃত্যুতে কলম্বিয়া যে বিবৃতি প্রকাশ করেছিল, তা প্রত্যাহার করে নিয়েছে সেই দেশের সরকার। এদিকে কংগ্রেস সাংসদ শশী থারুর দাবি করেছেন, ভারতের অবস্থানকে সমর্থন করে কলম্বিয়া শীঘ্রই একটি বিবৃতি জারি করতে চলেছে। এটা ভারতের জন্য এক বিশাল বড় কূটনৈতিক জয়। এদিকে লাতিন আমেরিকায় এক ‘বন্ধু’ হারাল পাকিস্তান। 

শশী থারুর কলম্বিয়া সরকারের গুরুত্বপূর্ণ সদস্যের সঙ্গে দেখা করেন এর মধ্যে। তারপর তিনি বলেন, ‘কলম্বিয়া তাদের আগের বিবৃতি প্র্যাহার করেছে। আমাদের অবস্থানকে সমর্থন জানিয়ে তারা শীঘ্রই একটি বিবৃতি প্রকাশ করবে। এখানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মহাত্মা গান্ধীর মূর্তির সামনে দাঁড়িয়ে এই ভালো খবরটা দিলাম আমি সবাইকে।’এর আগে কলম্বিয়ায় পৌঁছে শশী থারুর বলেছিলেন, ‘যাঁরা সন্ত্রাসবাদের শিকার হয়েছে, তাঁদের জন্য সমবেদনা না জানিয়ে ভারতীয় অভিযানে নিহত পাকিস্তানিদের জন্য সমবেদনা প্রকাশ করেছে কলম্বিয়া সরকার। এতে আমি একটু হতাশ।’ এবং শশী থারুর এহেন বক্তব্যের পর দেখা করেছিলেন কলম্বিয়ার বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রীর সঙ্গে।শশী থারুর এর আগে কলম্বিয়া সরকারের উদ্দেশে আরও বলেছিলেন, ‘আমরা কলম্বিয়ার বন্ধুদের বলতে চাই। যারা সন্ত্রাসবাদ ছড়ায় এবং যারা সন্ত্রাসবাদ প্রতিরোধ করে, তাদের কোনও ভাবেই এক করে দেওয়া যায় না। কেউ আক্রমণ করে, কেউ রক্ষা করে। এরা কখনও এক নয়। আমরা আমাদের আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছি মাত্র। যদি কোথাও কোনও ভুল বোঝাবুঝি হয়ে থাকে, তার মীমাংসার জন্য আমরা আছি।’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *