‘CPM করতেন, তারপর TMC-তে এলেন, পারিশ্রমিক নিয়েছিলেন?’

Spread the love

কিছুদিন আগে একটি পডকাস্ট শোতে এসে অরিন্দম শীল দাবি করেন যে তিনি নাকি শুনেছেন টলিউডের একাধিক তারকারা ফোন বা পারিশ্রমিকের বিনিময়ে আরজি কর আন্দোলনে সামিল হয়েছিলেন। এদিন তাঁর সেই কথার পাল্টা জবাব দিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়(Swastika Mukherjee)।

কী ঘটেছে?

আরজি কর আন্দোলনের সময় চিকিৎসক, সাধারণ মানুষের পাশপাশি একাধিক তারকারা রাতের পর রাত জেগেছেন, আন্দোলনে সামিল হয়েছেন। সম্প্রতি সেই ঘটনার কথা মনে করে অরিন্দম শীল একটি পডকাস্ট শোতে বলেছেন যে তিনি শুনেছেন তারকারা অনেকেই ফিজের বিনিময়ে তাতে সামিল হয়েছিলেন। এদিন সেই কথার পাল্টা জবাব দিতে গিয়ে আনন্দবাজারকে স্বস্তিকা মুখোপাধ্যায় বলেন, ‘উনি তো সিপিআইএম করতেন, তারপর উনি তৃণমূলে চলে এলেন। তো উনি কি পারিশ্রমিক নিয়েছিলেন কোনও একটা কিছু? না, আমি খালি জিজ্ঞেস করছি। আমি জানতে চাই। এই প্রশ্নগুলো ওঁকে কেউ করেন না কেন?’

অভিনেত্রী এদিন আরও বলেন, ‘আমি শুনেছি উনি অনেক মহিলাকে মোলেস্ট করেছিলেন। কেন এত সম্মান দিয়ে কথা বলছি জানি না। আমি শুনেছি অরিন্দম শীল অনেক মহিলাকে মোলস্ট করেছে, তাঁদের ম্যানহ্যান্ডেল করেছে, তাঁদের অফিসে ডেকে খারাপ ইঙ্গিত করেছে, তাঁদের গায়ে হাত দিয়েছে। ওঁর প্রাক্তন বউ বা ওঁর বউ আমি জানি না ডিভোর্স হয়েছে কিনা, উনি তো বলেন যে হয়নি। এরম তো নানা কথা আমরাও শুনি। ওঁর কথা যদি সত্যি হয় (ফিজ/পারিশ্রমিকের বিনিময়ে টলিউডের একাধিক তারকা আরজি কর মুভমেন্টে সামিল হয়েছিলেন) তাহলে যে যে মহিলারা ওঁর সম্মন্ধে এই কথাগুলো বলেছেন সেগুলোও নিশ্চয় সত্যি।’

স্বস্তিকার মতে, ‘শোনা কথা যদি সত্যি হয় এগুলোও সত্যি। এতগুলো মেয়েরা দাবি করেছে যে উনি তাঁদের সঙ্গে খারাপ আচরণ করেছেন। তাহলে সেগুলো নিশ্চয় সত্যি কথাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *