CSK-কে হারিয়ে ফের IPL Points Table-এর মগডালে RCB

Spread the love

চেন্নাই সুপার কিংস আগেই আইপিএল থেকে ছিটকে গিয়েছিল। তবে তারা এদিন যদি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারাতে পারত, তবে জমে যেত প্লে-অফের লড়াই। কিন্তু সেরকম কিছু হয়নি। টানটান উত্তেজনার ম্যাচে শেষ ওভারে হার মানে সিএসকে। সেই সঙ্গে মাত্র ২ রানে জয় পেয়ে আরসিবি, আইপিএল পয়েন্ট টেবলের শীর্ষস্থান পুনরায় ছিনিয়ে নিল। যার জেরে মুম্বই ইন্ডিয়ান্স দুইয়ে এবং গুজরাট টাইটান্স নেমে গেল তিন নম্বরে।

বেঙ্গালুরুর দল ১১ ম্যাচের মধ্যে এই নিয়ে ৮টিতেই জিতল। যার নিটফল, ১৬ পয়েন্ট নিয়ে কার্যত প্লে-অফ পাকা করে ফেলল আরসিবি। আইপিএলের ইতিহাসে কোনও দল এখনও পর্যন্ত ১৬ পয়েন্ট নিয়ে প্লে-অফে উঠতে পারেনি, এমন ঘটনা ঘটেনি।

মুম্বই এবং গুজরাটের পয়েন্ট ১৪ করে। যদিও মুম্বই এক ম্যাচ (১১ ম্যাচ) বেশি খেলেছে। ১০ ম্যাচে১৩ পয়েন্ট পঞ্জাব কিংসের। ১০ ম্যাচে ১২ পয়েন্ট দিল্লি ক্যাপিটালসের। ১০ ম্যাচে ১০ পয়েন্ট লখনউ সুপার জায়ান্টসের। কলকাতা নাইট রাইডার্সের ১০ ম্যাচে ৯ পয়েন্ট।আরসিবি বাদ দিয়ে এই বাকি ছ’টি দল প্লে-অফের লড়াইয়ে পুরোদমে আপাতত রয়েছে।

খাতায়-কলমে সানরাইজার্স হায়দরাবাদ এই লড়াইয়ে থাকলেও তাদের অঙ্কের হিসেব মারাত্মক জটিল। সেই দিক থেকে, তারাও কার্যত প্লে-অফের দৌড়ে বাইরে বললে অত্যুক্তি হবে না। প্রসঙ্গত, এদিনের ম্যাচের পর প্রথম তিন দলের মধ্যেই জায়গার অদলবদল হয়েছে। বাকি দলের অবস্থানের কোনও রকম পরিবর্তন হয়নি।আইপিএল ২০২৫-এর পয়েন্ট টেবলের সর্বশেষ আপডেট:

১) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- ১১ ম্যাচে ৮টি জয়, ৩টি হার, ১৬ পয়েন্ট (নেট রানরেট +০.৪৮২)

২) মুম্বই ইন্ডিয়ান্স- ১১ ম্যাচে ৭টি জয়, ৪টি হার, ১৪ পয়েন্ট (নেট রানরেট +১.২৭৪)

৩) গুজরাট টাইটান্স- ১০ ম্যাচে ৭টি জয়, ৩টি হার, ১৪ পয়েন্ট (নেট রানরেট +০.৮৬৭)

৪) পঞ্জাব কিংস- ১০ ম্যাচে ৬টি জয়, ৩টি হার, রেজাল্ট হয়নি ১ ম্যাচে, ১৩ পয়েন্ট (নেট রানরেট +০.১৯৯)

৫) দিল্লি ক্যাপিটালস- ১০ ম্যাচে ৬টি জয়, ৪টি হার, ১২ পয়েন্ট (নেট রানরেট +০.৩৬২)

৬) লখনউ সুপার জায়ান্টস- ১০ ম্যাচে ৫টি জয়, ৫টি হার, ১০ পয়েন্ট (নেট রানরেট -০.৩২৫)

৭) কলকাতা নাইট রাইডার্স- ১০ ম্যাচে ৪টি জয়, ৫টি হার, রেজাল্ট হয়নি ১ ম্যাচে, ৯ পয়েন্ট (নেট রানরেট +০.২৭১)

৮) রাজস্থান রয়্যালস- ১১ ম্যাচে ৩টি জয়, ৮টি হার, ৬ পয়েন্ট (নেট রানরেট -০.৭৮০)

৯) সানরাইজার্স হায়দরাবাদ- ১০ ম্যাচে ৩টি জয়, ৭টি হার, ৬ পয়েন্ট (নেট রানরেট -১.১৯২)

১০) চেন্নাই সুপার কিংস- ১১ ম্যাচে ২টি জয়, ৯টি হার, ৪ পয়েন্ট (নেট রানরেট -১.১১৭)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *