CSK-র শেষ ম্যাচে মাহির দাবি! এখনও ধকল নিচ্ছে শরীর

Spread the love

আইপিএল ২০২৫-এর প্লে-অফে উঠতে পারেনি চেন্নাই সুপার কিংস। সুতরাং, লিগ পর্বের শেষেই এবছরের মতো আইপিএল অভিযান শেষ হবে সিএসকের। রবিবার আমদাবাদে গুজরাট টাইটানসের বিরুদ্ধে লিগের শেষ ম্যাচে মাঠে নামে চেন্নাই। স্বাভাবিকভাবেই গুঞ্জন শুরু হয়ে যায় যে, এটিই কি তাহলে মহেন্দ্র সিং ধোনির কেরিয়ারের শেষ ম্যাচ?

গত কয়ের মরশুম ধরেই চেন্নাইয়ের শেষ ম্যাচে খোঁজ নেওয়া শুরু হয়ে যায় যে পরের বছর ধোনি আইপিএলে ফিরবেন কিনা। এবারও তার ব্যতিক্রম হয়নি। ম্যাচের আগে টসের সময় সঞ্চালক রবি শাস্ত্রী ঘুরিয়ে জানতে চান ধোনির শরীর পরের বছরেও মাঠে নামার মতো পরিস্থিতিতে রয়েছে কিনা। যার উত্তরে মাহি এমন কিছু কথা বলেন, যাতে তাঁর অবসর নিয়ে তেমন কোনও ইঙ্গিত মেলেনি।

শরীরের পরিস্থিতি নিয়ে ধোনি যা বলেন

ধোনি বলেন, ‘লড়াইয়ে শরীর সঙ্গ দিচ্ছে। বিশেষ করে আপনি যখন কেরিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকেন, প্রতিটা বছর একটা নতুন চ্যালেঞ্জ হয়ে দেখা দেয়। শরীরের দিকে নজর দেওয়া দরকার। যখন আন্তর্জাতিক ক্রিকেট খেলতাম, তখনও শরীর খুব একটা সমস্যায় ফেলেনি। ধন্যবাদ জানাতে হয় মেডিক্যাল টিম ও সাপোর্ট স্টাফদের।’

উল্লেখ্য, পরের মরশুমে ধোনি যদি ফের চেন্নাই সুপার কিসের হয়ে মাঠে নামেনও, তবে তাঁর ক্যাপ্টেন্সি করার সম্ভাবনা কম। কেননা এবছর রুতুরাজ গায়কোয়াড় চোট পেয়ে ছিটকে যাওয়ায় অস্থায়ী দলনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ধোনি। পরের বছর রুতুরাজ নিশ্চিতভাবেই সিএসকের ক্যাপ্টেন্সি ফিরে পাবেন। সেদিক থেকে চেন্নাইয়ের ক্যাপ্টেন হিসেবে এটি ধোনির কেরিয়ারের শেষ ম্যাচ হতে পারে।

শেষ ম্যাচে টস জেতেন ধোনি

ক্যাপ্টেন হিসেবে আইপিএল ২০২৫-এর শেষ ম্যাচে টস জেতেন মহেন্দ্র সিং ধোনি। তিনি গুজরাটের বিরুদ্ধে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। লিগ টেবিলের প্রথম দুইয়ে থাকার প্রসঙ্গ রয়েছে বলে গুজরাট টাইটানসের কাছে এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে চেন্নাই সুপার কিংস আগেই প্লে-অফের দৌড় থেকে ছিকটে গিয়েছে। তারা গুজরাটের বিরুদ্ধে শেষ ম্যাচ জিতলেও লিগ টেবিলের শেষেই থাকার সম্ভাবনা প্রবল।

সুতরাং, ম্যাচে হার-জিতের কোনও প্রভাব নেই যখন, তখন খোলা মনে ক্রিকেট খেলার যুক্তিই শোনা গেল মহেন্দ্র সিং ধোনির গলায়। চেন্নাই দলনায়ক এই প্রসঙ্গে বলেন, ‘আমরা লিগ টেবিলের শেষে রয়েছি। হারি বা জিতি, লিগ টেবিলের শেষেই থাকব। সুতরাং, নিজেদের খেলা উপভোগ করাটাই আসল বিষয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *