Dev-Subhashree-Rukmini। রাণাই কারণ! নাকি রুক্মিণীর অনিচ্ছায়ও পিছোয় ধূমকেতু?

Spread the love

১৪ অগস্ট মুক্তি পেতে চলেছে বাংলার অন্যতম প্রতীক্ষিত সিনেমা ধূমকেতু। যার মুক্তি স্থগিত ছিল প্রায় বছর দশ। নানারকম জটিলতার কারণে, শ্যুটিং হওয়ার পর, পোস্ট প্রোডাকশন স্টেজে এসে আটকে ছিল ছবির মুক্তি। সম্প্রতি যদিও সব জটিলতা কাটিয়ে ছবি মুক্তির ঘোষণা করেছেন প্রযোজক রাণা সরকার ও দেব। ছবিতে শেষবার জুটি বেঁধেছিল দেব-শুভশ্রী জুটি। টলিউডের অন্দরের ফিসফাস, রুক্মিণীও নাকি চাননি দেব-শুভশ্রীর সিনেমা হলে আসুক। আদৌ কি এই এই রটনা সত্যি?

সম্প্রতি আনন্দলোককে দেওয়া সাক্ষাৎকারে রুক্মিণীর সঙ্গে বিচ্ছেদের জল্পনা হাওয়ায় উড়িয়ে দিয়েছেন দেব। একইসঙ্গে ধূমকেতু-র মুক্তিতে রুক্মিণীর ‘অনিচ্ছা’ নিয়ে যে চর্চা, তা নিয়েও বললেন কথা। দেবের স্পষ্ট জবাব, ‘আমি একটা জিনিস স্পষ্ট করে দিতে চাই, আমাদের মধ্যে এই প্রফেশনাল প্রবলেম একেবারেই নেই। কেন ধূমকেতু রিলিজ করবে, বা কেন ও জিতের সঙ্গে কাজ করবে… আমরা একে-অপরকে এটুকু স্পেস দেই।’

দেব এই সাক্ষাৎকারে খোলসা করেন যে, ধূমকেতুর মহরতের দিন (যা হয় ২০১৫ সালের অক্টোবর মাসে) রুক্মিণীই সেই ব্যক্তি যিনি শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে নিজের হাতে একটি শাড়ি উপহার দিয়েছিলেন দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের হয়ে। কারণ ধূমকেতুই হল দেবের প্রযোজনা সংস্থার প্রথম সিনেমা। মহরত থেকে রুক্মিণী-শুভশ্রীর বেশ কিছু ছবিও সম্প্রতি সামনে আসে। যেখানে দেখা যায় দুজনের বেশ গলায় গলায় ভাব।

তা হলে কেন ধূমকেতু আটকে ছিল এতদিন? দেব খোলসা করলেন যে, রাণা সরকারের সঙ্গে এই ছবি নিয়ে তাঁর ঝামেলা লাগে। কারণ রাণা তাঁকে না জানিয়েই, ছবিতে অনবোর্ড করেছিল ভয়াকম ও জিও হটস্টারকে। সেই ঝামেলাও নাকি ২০১৯ সালেই মিটে যায়। তারপর আইনি লড়াই শুরু হয় ভায়াকম ও রাণার মধ্যে। দেবের কথা অনুযায়ী, বেশ একটা বড় অ্যামাউন্ট জন্য মামলা চলছিল। যাতে জিও হটস্টারও জুড়েছিল পড়ে এসে। দেব নিজে উদ্যোগ নিয়ে, মুম্বইতে পড়ে থেকে, থ্রি পার্টি এগ্রিমেন্ট বানিয়ে কেসটা সেটল করেছেন। আর তাই অগস্টে মুক্তি পাচ্ছে ধূমকেতু।

ধূমকেতু পরিচালনা করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যেই ছবির টিজার এসেছে সামনে। সেখানে দেব-শুভশ্রীর কেমিস্ট্রি, দেবের অ্যাকশন, দেবের বয়স্ক লুক, সবটাই জমজমাট। রয়েছে দেশপ্রেমের খোঁচাও। ২০১৬ সালে মুক্তি পাওয়ার কথা থাকলেও, ২০২৫-এর অগস্টে শেষমেশ তা আসছে বড় পর্দায়। এখন দেখার বক্স অফিসে কেমন ব্যবসা করে এই ছবিখানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *