আসন্ন বিধানসভা নির্বাচনে দিলীপ ঘোষকে কি দল প্রার্থী করবে? এই নিয়ে জল্পনা তুঙ্গে। তার আগে আবার দিলীপ ঘোষের দলবদল নিয়ে জল্পনা ছিল। তবে খড়গপুরে ‘বিজেপির শহিদদের’ জন্য দিলীপ ঘোষ অনুষ্ঠান করেন গত ২১ জুলাই। তবে দল কি দিলীপকে গুরুত্ব দেবে? প্রশ্ন এখন সেখানে। এই আবহে বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের।রাজ্য সভাপতি হওয়ার ৬ মাসের মাথায় প্রথমবার নির্বাচনে লড়ে খড়গপুর থেকে বিধায়ক হয়েছিলেন দিলীপ ঘোষ। তবে এখন সেই আসনে বিজেপির বিধায়ক হিরণ। তাঁর সঙ্গে আবার দিলীপ ঘোষের সমীকরণ ‘মধুর নয়’। এই আবহে নির্বাচনে আসন বাছাই নিয়ে প্রশ্ন করা হলে অমিত শাহের নাম নিয়ে বিস্ফোরক ইঙ্গিত দিলীপ ঘোষের।
বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির কথায়, ‘পার্টি আমাকে ৩ বার প্রার্থী করেছে। আমি টিকিট চাইনি। পদ চাইনি। তাও দিয়েছে। অমিত শাহ বলেছেন বড় নেতাদের ভোটে লড়তে হবে। আমি মাত্র ৬ মাস সভাপতি ছিলাম। পার্টি বলেছে বলে ভোটে লড়েছি। আমাকে তখন আমার ইচ্ছের কথা জিজ্ঞাসা করেছিল। আমি বিধানসভা ভোটে খড়গপুর বেছে নেওয়ার কথা জানিয়েছিলাম। পরের বার আবার জিজ্ঞাসা করে। আমি মেদিনীপুর বলেছিলাম। দু’বারই জিতেছি। শেষবার আমাকে কেউ চয়েজ জিজ্ঞাসা করেনি। ফলাফল আপনারা দেখে নিয়েছেন।’

উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে মেদিনীপুর থেকে দিলীপ ঘোষকে পাঠানো হয়েছিল বর্ধমান-দুর্গাপুরে। সেখানে হারতে হয়েছিল দিলীপ ঘোষকে। সেটা নিয়ে দিলীপ বলেন, ‘পার্টিকে আমি বলে দিয়েছি যদি আমাকে ভোটে লড়তে বলেন আমি লড়ব। আমি যেভাবে সংগঠন তৈরি করেছি তারপর আমার কাজ শেষ হয়ে যাওয়ার কথা। পার্টি বলেছিল বলে ভোটে লড়েছি।’