East Bengal-Mohun Bagan Transfer Update।অভিষেকের ইস্টবেঙ্গলে আসা রুখল মোহনবাগান

Spread the love

ইস্টবেঙ্গলের বাড়া ভাতে ছাই দিল মোহনবাগান সুপার জায়ান্ট। সংবাদমাধ্যম দ্য স্পোর্টসস্টারের প্রতিবেদন অনুযায়ী, ভারতের তরুণ ডিফেন্ডার অভিষেক সিংকে নেওয়ার জন্য আরও বেশি টাকার প্রস্তাব দিয়েছে সবুজ-মেরুন বাহিনী। যে প্রস্তাব অভিষেকের বর্তমান ক্লাব পঞ্জাব এফসি বিবেচনা করে দেখছে বলেও ওই প্রতিবেদনে জানানো হয়েছে।

ওই প্রতিবেদন অনুযায়ী, আনোয়ার আলির সঙ্গে অভিষেককে খেলাতে পঞ্জাবের সঙ্গে আগেই মৌখিকভাবে সম্মতির জায়গায় পৌঁছে গিয়েছিল ইস্টবেঙ্গল। পঞ্জাব ছাড়ার জন্য অভিষেকও তৈরি ছিলেন। কিন্তু শেষমুহূর্তে মোহনবাগান আরও বেশি অঙ্কের প্রস্তাব দেওয়ায় অভিষেকের ইস্টবেঙ্গল যাত্রা আপাতত থমকে গিয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেকটাই সময় লাগতে পারে বলে অনুমান করা হচ্ছে।

যদিও আইএসএলের যুগেও কোনও খেলোয়াড়কে নিয়ে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের দড়ি টানাটানির বিষয়টি একেবারেই নতুন নয়। গত বছর আপুইয়াকে নিয়ে কার্যত একইরকম রেষারেষি চলেছিল ময়দানের দুই বড় ক্লাবের মধ্যে। শেষপর্যন্ত মুম্বই সিটি এফসি থেকে মোহনবাগানে যোগ দেন আপুইয়া। এবার ২০ বছরের অভিষেক শেষপর্যন্ত কোন দলে যান, সেদিকে নজর আছে কলকাতা ময়দানের।এমনিতেও নয়া মরশুমের দল গঠনের জন্য ঝড়ের গতিতে এগিয়ে চলেছে ইস্টবেঙ্গল। সরকারিভাবে ঘোষণা করা না হলেও ইতিমধ্যে বিপিন সিং, এডমুন্ড লালরিন্ডিকার মতো খেলোয়াড়দের সই করিয়ে নিয়েছে। সেখানে মোহনবাগান অবশ্য ঢিমেগতিতে চলছে। এখনও পর্যন্ত নতুন করে কোনও খেলোয়াড়কে সই করায়নি। তবে পরপর দু’বার আইএসএল শিল্ডজয়ী মোহনবাগানের দল অনেক বেশি গোছানো।

মোহনবাগানের যে জায়গায় ফাঁক আছে, সেটা হল ডিফেন্সে। আনোয়ার ইস্টবেঙ্গলে চলে যাওয়ার পরে রক্ষণে ভারতীয় ডিফেন্ডারের অভাব টের পাচ্ছে মোহনবাগান। গত মরশুমে দীপেন্দু বিশ্বাস ভালো খেলে নিজেকে প্রমাণ করলেও এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ এবং আইএসএলের কঠিন ম্যাচের জন্য মোহনবাগানের প্রয়োজন একজন প্রথমসারির ভারতীয় ডিফেন্ডার। আর সেজন্যই ছুটছে অভিষেকের পিছনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *