Economic Rule Changes From June 2025।  কার্ড থেকে জরিমানা- জুন থেকে টাকার কোন কোন বিষয়ের নিয়ম পালটাচ্ছে?

Spread the love

EPFO 3.0 চালু: জুন থেকে ইপিএফও ৩.০ নিয়ে আসছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও)। তার ফলে প্রভিডেন্ট ফান্ড (পিএফ) অ্যাকাউন্ট থেকে টাকা তোলা, কেওয়াইসি আপডেট করার মতো কাজ সহজতর হয়ে যাবে। কোনও ক্লেইমের ক্ষেত্রে সময় কম লাগবে। সেইসঙ্গে পিএফ অ্যাকাউন্টে আরও দ্রুত লেনদেনের জন্য এটিএমের মতো কার্ড চালু করা হতে পারে। 

অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের নিয়ম পরিবর্তন: আগামী ২০ জুন থেকে REWARDS ক্রেডিট কার্ডের নিয়ম এবং শর্তাবলীর পরিবর্তন করছে অ্যাক্সিস ব্যাঙ্ক। রিওয়ার্ড পয়েন্টের হিসাব এবং কতটা ছাড় মিলবে, সেটা নির্ভর করবে সংশ্লিষ্ট লেনদেনের উপরে। অর্থাৎ ভাড়া, ওয়ালেট নাকি জ্বালানির মতো ক্ষেত্রে লেনদেন করা হচ্ছে, সেটার ভিত্তিতে পুরোটা হিসাব করা হবে। তার ফলে পুরো বিষয়টা সহজে বুঝতে পারবেন গ্রাহকরা।

বিনামূল্যে আধার কার্ড আপডেটের সময়সীমা শেষ: আগামী ১৪ জুন বিনামূল্যে আধার কার্ড আপডেটের সময়সীমা শেষ হয়ে যাবে। অর্থাৎ অনলাইনে (মাই আধার পোর্টাল be myAadhaar Portal-র মাধ্যমে) বিনামূল্যে আধার কার্ড আপডেট করা যাবে ১৪ জুন পর্যন্ত। তারপর টাকা লাগবে। যদিও অতীতে একাধিকবার সেই সময়সীমা বাড়িয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)।TDS সার্টিফিকেটের সময়সীমা: আয়কর সংক্রান্ত নিয়মকানুন অনুযায়ী, আগামী ১৫ জুনের মধ্যে ফর্ম ১৬ এবং ফর্ম ১৬এ-সহ টিডিএস সার্টিফিকেট পাওয়ার কথা আছে করদাতাদের। যা আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। 

বিশেষ ফিক্সড ডিপোজিট (FD) প্রকল্পের সুদের মেয়াদ শেষ: একাধিক বিশেষ ফিক্সড ডিপোজিট প্রকল্পে আকর্ষণীয় হারে সুদ দিচ্ছে IDBI ব্যাঙ্ক। ৪৪৪ দিনের FD-তে সুদের হার হল ৭.১ শতাংশ (প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার ৭.৬ শতাংশ)। ৫৫৫ দিনে প্রকল্পে ৭.১৫ শতাংশ হারে সুদ মিলবে (প্রবীণ নাগরিকরা পাবেন ৭.৬৫ শতাংশ)। ৭০০ দিনের প্রকল্পে সুদের হার হল ৭ শতাংশ। প্রবীণ নাগরিকরা ৭.৫ শতাংশ হারে সুদ পাবেন। সেগুলির মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ জুন।কলকাতা মেট্রোয় জরিমানা: কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, ১ জুন থেকে স্টেশনে ট্রেন ঢোকার আগে যদি হলুদ লাইন পার করা হয়, তাহলে যাত্রীদের জরিমানা বাবদ ২৫০ টাকা দিতে হবে। এতদিনও সেই নিয়ম চালু ছিল। কিন্তু জরিমানার বিষয়টা এতদিন চালু ছিল না। যা জুন মাসের পয়লা দিন থেকে চালু করা হচ্ছে বলে কলকাতা মেট্রোর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *