স্পেন, পর্তুগাল, ইতালি, জার্মানি এবং ব্রিটেনের কিছু অংশে তাপপ্রবাহ নিয়ে সতর্কতা জারি করা হল এবার। বুধবার ফের নতুন করে রেকর্ড গড়তে পারে তাপমাত্রা। তবে কিছু এলাকায় বৃষ্টিপাতের ফলে স্বস্তি আসবে।
সম্প্রতি রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেল আন্তোনিও গুতেরেস বলেন, ‘অতিরিক্ত তাপ আর বিরল ঘটনা নয় – এটি নিওনর্মাল হয়ে উঠেছে’। স্পেনের সেভিল থেকে তিনি টুইট করেছেন সেখানকার তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস (১০৮ ডিগ্রি ফারেনহাইট) ছুঁয়েছে। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘গ্রহটি আরও উত্তপ্ত এবং বিপজ্জনক হয়ে উঠছে।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ অফিসের প্রধান ডাঃ হ্যান্স ক্লুগ সম্প্রতি এক বিবৃতিতে সতর্ক করে বলেন, তীব্র তাপমাত্রায় ‘যাদের সুরক্ষার সবচেয়ে বেশি প্রয়োজন, তাদের জন্য প্রাণসংশয়ের ঝুঁকি তৈরি করছে। বয়স্ক ও শিশুরা এই তালিকায় প্রধান।পর্তুগালে যেমন ১৮টি রাজ্যের সাতটিতে লাল সতর্কতা জারি করা হয়েছে। কারণ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস (১০৯ ডিগ্রি ফারেনহাইট) পৌঁছেছে। অন্যদিকে স্পেনের আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত বছরের প্রথম তাপপ্রবাহ থেকে কোনও স্বস্তি পাওয়ার সম্ভাবনা নেই। রবিবার জাতীয় গড় তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস (৮২ ডিগ্রি ফারেনহাইট)। ১৯৫০ সালে রেকর্ড শুরু হওয়ার পর থেকে ২৯ জুনের রেকর্ড সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়ল।

ফ্রান্স – শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা কিছুটা বিরল। কর্তৃপক্ষ গৃহহীন এবং বয়স্ক ব্যক্তিদের যত্ন নেওয়ার জন্য অতিরিক্ত উদ্যোগ গ্রহণ করেছে। ফ্রান্সের দক্ষিণে আউড অঞ্চলে রবিবার ও সোমবার মরসুমের প্রথম দাবানল হয়। প্রায় ৪০০ হেক্টর (৯৮৮ একর) বন পুড়ে যায় এতে।